সূত্রের খবর অনুযায়ী, ঘটনাটি ঘটেছে, হাওড়ার উদয়নারায়ণপুরের বায়ড়াকুড়চি এলাকায়। সূত্রের খবর, পারিবারিক বিবাদের জেরেই এই ঘটনাটি ঘটেছে। জানা গেছে, ছেলে কটারির কোপ মারে বাবার গলায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ভূতনাথ ঘড়ুই নামের ৫৪ বছর বয়সী বাবার।
জানা গেছে, অভিযুক্ত ছেলের নাম বিনয় ঘড়ুই, বয়স ৩৩ বছর। ঘটনাটি ঘটে, রবিবার রাত্রি ১ টা নাগাদ। ঘটনার পর স্থানীয় থানায় গিয়ে অভিযুক্ত ছেলে আত্মসমর্পণ করে বলে সূত্রের খবর। পুলিশ ইতিমধ্যেই পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।


No comments:
Post a Comment