Breaking

Tuesday, September 12, 2023

মর্মান্তিক , ছেলের হাতে খুন বাবা ....

নিজস্ব প্রতিনিধি, হাওড়া :- ছেলের হাতে খুন বাবা। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে, হাওড়ার উদয়নারায়ানপুরে। ছেলের হাতে খুন হয় বাবা। জানা গেছে, রবিবার মধ্যরাতে ঘুমন্ত অবস্থায় কাটারির কোপ মেরে ছেলে খুন করে বাবাকে। 

সূত্রের খবর অনুযায়ী, ঘটনাটি ঘটেছে, হাওড়ার উদয়নারায়ণপুরের বায়ড়াকুড়চি এলাকায়। সূত্রের খবর, পারিবারিক বিবাদের জেরেই এই ঘটনাটি ঘটেছে। জানা গেছে, ছেলে কটারির কোপ মারে বাবার গলায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ভূতনাথ ঘড়ুই নামের ৫৪ বছর বয়সী বাবার। 

জানা গেছে, অভিযুক্ত ছেলের নাম বিনয় ঘড়ুই, বয়স ৩৩ বছর। ঘটনাটি ঘটে, রবিবার রাত্রি ১ টা নাগাদ। ঘটনার পর স্থানীয় থানায় গিয়ে অভিযুক্ত ছেলে আত্মসমর্পণ করে বলে সূত্রের খবর। পুলিশ ইতিমধ্যেই পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। 

No comments:

Post a Comment

Adbox