নিজস্ব প্রতিনিধি, হাওড়া :- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প দুয়ারে সরকার। তারই অঙ্গ হিসেবে অন্যান্য জেলার পাশাপাশি হাওড়া জেলাতেও অনুষ্ঠিত হচ্ছে দুয়ারে সরকার প্রকল্প।
হাওড়া জেলার পাঁচলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত জুজারসাহা গ্রাম পঞ্চায়েতের, জুজারসাহা পি.এন. মান্না ইনস্টিটিউশনে , ১১ সেপ্টেম্বর, সোমবার, অনুষ্ঠিত হয় 'দুয়ারে সরকার' শিবির। এই সপ্তম দুয়ারে সরকার শিবিরে রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণ মূলক প্রকল্পের সুবিধা পেতে মানুষের ভিড় চোখে পড়ে।
এদিনের এই দুয়ারে সরকার শিবিরে ঘুরে দেখেন এবং সাধারণ মানুষের সাথে কথা বলেন পাঁচলার বিডিও কায়কাসান পারভিন। উপস্থিত ছিলেন পাঁচলা পঞ্চায়েত সমিতির খাদ্যের কর্মাধ্যক্ষ শান্তি রঞ্জন চক্রবর্তী। উপস্থিত ছিলেন জুজারসাহা গ্রাম পঞ্চায়েতের প্রধান মন্দিরা গায়েন। উপস্থিত ছিলেন জুজারসাহা গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান খলীল আহমেদ সহ অন্যান্য আধিকারিকরা।
No comments:
Post a Comment