Breaking

Saturday, September 9, 2023

এক দম্পতিকে হাঁসুয়া দিয়ে কোপানোর অভিযোগ উঠলো প্রতিবেশী একটি পরিবারের বিরুদ্ধে

নিজস্ব প্রতিনিধি, মালদা :- বাড়ির সীমানা পাঁচিল দেওয়া চাটাই রাস্তার সামনে পড়ে যাওয়াকে কেন্দ্র করে এক দম্পতিকে হাঁসুয়া দিয়ে কোপানোর অভিযোগ উঠলো প্রতিবেশী একটি পরিবারের বিরুদ্ধে। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে মোথাবাড়ি থানার রথবাড়ি এলাকায়। গুরুতর জখম অবস্থায় ওই দম্পতিকে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছে মালদা মেডিকেল কলেজে। 

আক্রান্ত গৃহবধুর অবস্থা আশঙ্কা জনক বলে জানিয়েছে চিকিৎসকেরা। এই ঘটনায় হামলাকারী প্রসেনজিৎ মন্ডল , বিনা মণ্ডল সহ তার পরিবারের বিরুদ্ধে মোথাবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। পুরো ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত দম্পতির নাম কার্তিক মণ্ডল (৪৬) এবং সান্তনা মন্ডল (৩৭)। 

আক্রান্ত কার্তিক মণ্ডল জানিয়েছেন, এদিন সকালে তাদের বাড়ির সামনে সীমানা পাঁচিল দেওয়া একটি চাটাই রাস্তার ওপর পড়ে যায়। সেই সামান্য অজুহাত নিয়ে প্রতিবেশী অভিযুক্তরা তাদের সঙ্গে ঝগড়া করতে আসে। সেই চাটাই পড়ে নাকি রাস্তা বন্ধ হয়ে যায়। আর এই অজুহাতে ঝগড়া করার সময় অতর্কিতে প্রসেনজিৎ মন্ডল ও তার পরিবারের লোকেরা হাঁসুয়া নিয়ে তাদের ওপর হামলা চালায়। তাতেই দুইজন গুরুতর যখন হয়েছেন। পুলিশ জানিয়েছে, অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনা তদন্ত শুরু করা হয়েছে। 


No comments:

Post a Comment

Adbox