Breaking

Monday, July 17, 2023

পুরুলিয়া জেলার পর এবার মালদা ! ফের রাস্তার পাশে ঝোপঝাড় থেকে ব্যালট পেপার উদ্ধারের অভিযোগ উঠল !

নিজস্ব প্রতিনিধি, মালদা :- বিজেপি এই ঘটনাকে ব্যালট পেপার ‘কেলেঙ্কারি’ বলে অভিহিত করেছেন। মালদা জেলার মানিকচক ব্লকের  মথরাপুর হাটখোলা গরু হাটে এবং সামনের ঝোপঝাড় থেকে পাওয়া গিয়েছে প্রচুর পরিমাণে ছাপমারা ব্যালট ব্যালট পেপার। এর পেছনে প্রিজাইডিং অফিসারেরও সই রয়েছে বলে অভিযোগ। 

ওই এলাকার বিজেপির জেলা পরিষদ প্রার্থী ও দক্ষিণ মালদা সাংগঠনিক কমিটির সম্পাদক গৌড় চন্দ্র মন্ডল  বলেন, 'প্রচুর বিজেপি প্রার্থীর ছাপমারা জেলা পরিষদের-র ব্যালট পেপার রাস্তায় ঝোপঝাড় থেকে উদ্ধার হয়েছে। আমরা পুনরায় নির্বাচন চাই। এই ভাবে মানুষের গণতান্ত্রিক অধিকারকে হরণ করা হয়েছে।' 

উল্লেখ্য ত্রিস্তর পঞ্চায়েতের ভোট গত ৮ই জুলাই হয়েছিল। তার ভোট গণনা ছিল গত ১১ই জুলাই । মালদার মানিকচক ব্লকের ২৮ নম্বর জেলা পরিষদ আসনে বিজেপির প্রার্থী ছিলেন গৌড় চন্দ্র মন্ডল। ফল ঘোষণা হওয়ার পরে সেখানে তৃণমূল জয়লাভ করে। এতে মানতে নারাজ বিজেপির প্রার্থী থেকে শুরু করে নেতৃত্বরা। 

এদিন সকালে মথরাপুর হাটখোলা গরু হাটে অসংখ্য সিল মারা ব্যালট পেপার ছড়িয়ে ছিটিয়ে পরে রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশকে সঙ্গে নিয়ে প্রার্থী গৌর মন্ডল গিয়ে প্রায় ২,০০০ ব্যালট পেপার গুলো কুড়িয়ে পায়। সেইসেই ছাপমারা ব্যালট পেপারগুলো নিয়ে বিজেপির পক্ষ থেকে এক মিছিল বের করা হয় মানিকচক ব্লকে। 

গৌড় চন্দ্র মন্ডল অভিযোগ করেন, মথুরাপুরের গণনা কেন্দ্র তৃণমূল দ্বারা পরিচালিত হয়ে মানিকচক বিডিও প্রশাসনের সহযোগিতায় ব্যালট বক্সের সিল ভেঙে ব্যালট বাক্সে নতুন ব্যালট ভরতে তৃণমূলকে সাহায্য করেছেন এবং কিছু বুথে ভোটার থেকে অতিরিক্ত ভোট বাক্সে জমা হতে দেখা গিয়েছে। 

এর প্রতিবাদে আজ মানিকচক বিডিও অফিসে মিছিল ও বিক্ষোভ সমাবেশ করলেন বিজেপি নেতৃত্ব ।তাঁদের দাবি, পুনরায় নির্বাচন চাই। মানুষের রায়কে অগ্রাহ্য করে এই নির্বাচন করা হয়েছে বলে দাবি করেছেন তাঁরা। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ওই এলাকায়।কোনোরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে। 

স্থানীয় এক বিজেপি নেতা অবস্থান কর্মসূচি থেকে বলেন, ‘এই ঘটনা থেকেই প্রমাণ হচ্ছে যে মানুষ এবার বিরোধীদের কেই ভোট দিয়েছেন। কিন্তু এই ব্যালট পেপারগুলি থাকলে তৃণমূল হেরে যাবে, সেই ভয়ে তাঁদের কর্মী সমর্থকরা প্রশাসনের সাহায্য নিয়ে এগুলি রাস্তার ধারে ফেলে দিয়েছে। ভেবেছিল কোনোদিন পাওয়া যাবে না এগুলি। আর তাঁরা চুপিসারে ভোটে জিতে বেরিয়ে যাবে।’ 


No comments:

Post a Comment

Adbox