প্রদীপ কুমার সাঁতরা, উলুবেড়িয়া :- গ্রামীণ হাওড়ার উলুবেড়িয়া পৌরসভা সব সময় পৌরবাসীদের একটা স্বচ্ছ দূষণমুক্ত পরিবেশ দিতে প্রয়াসী। আর সেই প্রয়াসেই উলুবেড়িয়া পৌরসভা পেলো সাফল্য এবং পুরস্কার। উলুবেড়িয়া পৌরসভা নদীর দূষণ নিয়ন্ত্রণ করে শিল্পের দিশায় পেলো প্রথম হওয়ার শিরোপা।
বর্তমানে গোটা বিশ্বের মাথা ব্যাথার কারন হয়ে দাড়িয়েছে দূষণ। আর আমাদের দেশেও সেই সমস্যা মারাত্মক ভাবে প্রকট। আর এই দূষণ নামক ব্যাধি থেকে বাদ যায়নি আমাদের গঙ্গা নদীও। শুধু পবিত্র গঙ্গা বা ধর্মীয় পূজার্চনায় উপকরণ হিসেবে গঙ্গা জলের ব্যাবহার করা হয়ে থাকে, তা কিন্তু মোটেই নয়। আমাদের দেশ ভারতবর্ষের মতো বিপুল জনসংখ্যার অধিকারী দেশের একটা বিশাল সংখ্যক মানুষের জীবিকা নির্বাহ হয়ে থাকে সরাসরি ভাবে গঙ্গার সঙ্গে যুক্ত থেকে।
আর তাই বহু সংখ্যক মানুষের জীবিকা ও জীবনধারণ এবং একই সাথে প্রকৃতির ভারসাম্য রক্ষা, এই দুটি মূল কারণে সরকারি ভাবে উদ্যোগ শুরু হয়েছে নদীর দূষণ দূরীকরণে। আর এই কাজের জন্যই 'নমামী গঙ্গে ' নামে প্রজেক্টে কাজ শুরু হয়ে গিয়েছে। এই প্রজেক্টের মূল উদ্দেশ্য নদীর দূষণ মুক্ত করা। গোটা ভারতবর্ষ জুড়ে প্রশাসন এবং সেচ্ছাসেবীদের যৌথ প্রচেষ্টায় নদী দূষণ মুক্তির প্রচার অভিযান চলছে। আর এবার নদীর দূষণ রোধের পাশাপাশি সেই দূষণকারী পদার্থ থেকে শিল্পের সম্ভবনা ! আর আমাদের পরবর্তী প্রজন্মকে একটা সুন্দর দূষণ মুক্ত পরিবেশ দিতে উদ্যোগ চলছে সরকারী ও বেসরকারী ভাবে।
আর এই চিন্তায় গ্রামীণ হাওড়ার উলুবেড়িয়া পৌরসভা কয়েক ধাপ এগিয়ে। নমামি গঙ্গে ন্যায়শনাল ইনস্টিউট অফ আর্বান এফিয়ার্ড এর তরফ থেকে রাজ্যের ২২ টি পৌরসভার মধ্যে প্রথম স্থান অধিকার করেছে উলুবেড়িযা পৌরসভা।
আর এই বিষয়ে উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় কুমার দাস বলেন, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণের পাশাপাশি দূষণ সামগ্রী থেকে অর্থনৈতিক দিশা অর্থাৎ শিল্পের সম্ভবনা। মূলত যে বিষয়ে সাফল্য, তা হল বর্তমান সময়ে নিকাশি সমস্যার মূল উপাদান প্লাস্টিক বোতল এবং কচুরি পানা। এই দুই বর্জ্য একটি ক্ষতিকারক প্লাস্টিক এবং অন্যটি হলো প্রাকৃতিক জৈব। কচুরিপানা থেকে ডাইরির কভার পেজ, এস্ট্রে বিভিন্ন সৌখিন হাতের কাজ। অন্যদিকে প্লাস্টিকের বোতল থেকে বিশেষ উপায়ে গেঞ্জি তৈরি করা হবে। এই শিল্পের সম্ভাবনা থেকেই রাজ্যের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে উলুবেড়িয়া পৌরসভা।


No comments:
Post a Comment