Breaking

Tuesday, July 25, 2023

ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই কলেজ পরীক্ষার্থী সহ জখম তিনজন !

নিজস্ব প্রতিনিধি, মালদা :- ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই কলেজ পরীক্ষার্থী সহ জখম তিনজন। সোমবার বিকেলের দুর্ঘটনাটি ঘটেছে মালদহের চাঁচল-হরিশ্চন্দ্রপুরগামী ৮১ নং জাতীয় সড়কের বটতলা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বিকেলে চাঁচল থেকে হরিশ্চন্দ্রপুরের দিকে যাচ্ছিল যাত্রীবাহি অটোটি।বটতলার কাছে বিপরীত অভিমুখ থেকে দ্রুত গতিতে একটি মারুতী ভ্যান সজোরে ধাক্কা মারে অটোটিতে। 

কমবেশি অটোর প্রত্যেক যাত্রী জখম হয়েছে বলে খবর। তবে তাদের মধ্যে তিনজনের আঘাত গুরুতর। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চাঁচল সুপার স্পেশাল্যাটি হাসপাতালে নিয়ে আসে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আহতরা হল সুলতানা খাতুন (২২), পায়েল কর্মকার (২১), অটো চালক হান্নান আলী (৪০)। 

এদের মধ্যে সুলতানা খাতুনকে আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়েছে। তবে ঘটনার পরে মারুতি ভ্যানের চালক পলাতক। ঘাতক গাড়িটিকে আটক করে চালকের তল্লাশি শুরু করেছে পুলিশ। 

No comments:

Post a Comment

Adbox