Breaking

Monday, July 17, 2023

বেসরকারি বাসের সঙ্গে মোটর বাইকের ধাক্কায় মৃত্যু হল এক জনের !

নিজস্ব প্রতিনিধি, মালদা :- বেসরকারি বাসের সঙ্গে মোটর বাইকের ধাক্কায় মৃত্যু হল এক জনের। আহত হয়েছেন আরও একজন। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে মালদহের ইংরেজবাজারের মধুঘাট এলাকায়। 

ঘটনায় বাসটিতে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে, মৃত আতিউর শেখ (২৭ বছর), সুজাপুর বহ্মত্তর গ্রামের বাসিন্দা ছিলেন। জখম রফিকুল শেখ আশঙ্কাজনক অবস্থায় মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি। 

আম কিনতে যাওয়ার পথে দুর্ঘটনা, দাবি পরিবারের। ঘটনায় অবরুদ্ধ ৩৪ নম্বর জাতীয় সড়ক। ঘটনাস্থলে একটি ইঞ্জিন নিয়ে গিয়ে আগুন নেভান দমকল কর্মীরা। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। 

No comments:

Post a Comment

Adbox