Breaking

Monday, July 10, 2023

ডিএসপি ট্রাফিক ও মন্ত্রীর এসকর্টের উপর দুষ্কৃতীদের হামলা ! গুরুতর জখম ডিএসপি ট্রাফিক !

নিজস্ব প্রতিনিধি, মালদা :- হরিশ্চন্দ্রপুরে দুষ্কৃতিদের হাতে আক্রান্ত ডিএসপি ট্রাফিক বিপুল ব্যানার্জি। পাথরের আঘাতে ফাটিয়ে দেওয়া হয় মাথা। মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে, শনিবার রাত দশটা নাগাদ হরিশ্চন্দ্রপুর-২ নং ব্লকের ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের বস্তা গ্রামে। ভাঙচুর করা হয়েছে ডিএসপি ট্রাফিক ও রাজ্যের প্রতিমন্ত্রী তজমুল হুসেনের এসকর্টের একাধিক গাড়িও বলে খবর।

পুলিশ সূত্রে জানা গেছে, এদিন রাত দশটা নাগাদ ইসলামপুর গ্রাম পঞ্চায়েত এলাকার ভোট পরিদর্শন করে ডিএসপি ট্রাফিক বিপুল ব্যানার্জি ও দেহ রক্ষীরা মন্ত্রী তজমুল হোসেনের গাড়িকে এসকর্ট করে নিয়ে আসছিলেন। বস্তা গ্রামে একদল দুষ্কৃতী ডিএসপি ট্রাফিক বিপুল ব্যানার্জির গাড়ি ও মন্ত্রীর এসকর্টের উপর হামলা চালায় বলে অভিযোগ। পাথর ও ইটের টুকরো ছুড়ে ভেঙে দেওয়া হয় গাড়ির জানালা। 

তবে অনুমান করা হচ্ছে বিহার থেকে এসে দুষ্কৃৃতীরা হামলা চালিয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। প্রশ্ন উঠছে কেন্দ্রীয় বাহিনী সঙ্গে থাকা সত্ত্বেও পুলিশ দুষ্কৃৃতীদের হামলার শিকার হয়েছেন।তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? 

No comments:

Post a Comment

Adbox