Breaking

Monday, July 10, 2023

কাউন্সিলর ছবি দাসের উদ্যোগে অনুষ্ঠিত হলো আম মেলা উৎসব

নিজস্ব প্রতিনিধি, মালদা :- ইংরেজবাজার পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছবি দাসের উদ্যোগে নেতাজি সুভাষচন্দ্র রোডের মহিলা থানার পার্শ্ববর্তী এলাকায় অনুষ্ঠিত হলো আম মেলা উৎসব। রবিবার সন্ধ্যায় প্রদীপ প্রজ্জ্বলন ও ফিতা কেটে তিন দিনব্যাপী আম মেলার শুভ সূচনা করেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। 

এছাড়া উপস্থিত ছিলেন পৌরসভার কাউন্সিলর কাকলি চৌধুরী, তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রসেনজিৎ দাস, মালদা মার্চেন্টস চেম্বার অফ কমার্সের সভাপতি জয়ন্ত কুন্ডু, সহ-সভাপতি উজ্জ্বল সরকার সহ বিশিষ্ট জনেরা। 

মেলায় থাকছে জগৎ বিখ্যাত মালদার বিভিন্ন প্রজাতির আম, আমের আচার, জেলি, মিষ্টি, দই মিষ্টি সহ আমের বিভিন্ন খাওয়ার পাওয়া যাবে এই মেলায়। 

No comments:

Post a Comment

Adbox