Breaking

Friday, June 16, 2023

এক সদ্যজাত মৃত শিশু কন্যার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য !

নিজস্ব প্রতিনিধি, মালদা :- বৃহস্পতিবার সকালে ইংরেজ বাজার থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে নজরুল স্মরণী এলাকায় এক সদ্যজাত মৃত শিশু কন্যার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। ঘটনাস্থলে ইংরেজ বাজার থানার পুলিশ। মৃত দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য আনা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। 

স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, এদিন সকালে স্থানীয়রা দেখতে পায় নজরুল স্মরণী এলাকায় ইংরেজবাজার পৌরসভার ডাস্টবিনের নিচে পড়ে রয়েছে সদ্যোজাত শিশুর মৃতদেহ। মুহূর্তের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ইংরেজবাজার থানার পুলিশ। 

স্থানীয় এক বাসিন্দা জানান যে, সকালে তারা দোকান খুলতে এসে দেখে রাস্তার পাশে ইংরেজবাজার পৌরসভার ডাস্টবিনের নিচে পড়ে রয়েছে এক সদ্যোজাত শিশুর মৃতদেহ। তবে কিভাবে এখানে মৃতদেহ পৌঁছালো তাও তারা বুঝে উঠতে পারছে না।

No comments:

Post a Comment

Adbox