Breaking

Friday, June 16, 2023

বাড়ির পাশে পাচীর দেওয়াকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর মধ্যে সংঘর্ষ !

নিজস্ব প্রতিনিধি, মালদা :- বাড়ির পাশে পাচীর দেওয়াকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর মধ্যে সংঘর্ষে আহত হলেন এক দম্পতি। আহতরা চিকিৎসাধীন মালদা মেডিকেলে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদা জেলার বৈষ্ণব নগর থানার কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের গোপাল ঘোষ টোলা এলাকায়। আক্রান্ত হলেন দীনেশ মন্ডল বয়স (৪৫) বছর ও তার স্ত্রী দেবরানি মন্ডল বয়স (৪০) বছর। অভিযুক্তরা হল সনৎ মন্ডল, দিলীপ মন্ডল, মৃণাল মন্ডল সহ মোট পাঁচজন। 

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায় বাড়ির পাশেই দুই প্রতিবেশী দীনেশ মন্ডল ও সনৎ মণ্ডলের পাশাপাশি বাড়ি রয়েছে। সকালে মন্ডল দিনেশ মন্ডলের জায়গা দখল করে পাচীর দিচ্ছিলেন অভিযুক্ত সনদ মন্ডল। আর প্রাচীর দেওয়ার প্রতিবাদ করায় দীনেশ মন্ডলকে বেধরক মারধোর করার অভিযোগ উঠে সনৎ মন্ডল সহ বেশ কয়েকজন বিরুদ্ধে। স্বামীকে মারতে দেখে এগিয়ে আসেন স্ত্রী দেবরানি তাকেও বেধড়ক মারধোর করা হয় বলে অভিযোগ। 

এরপর তড়িঘড়ি উদ্ধার করে প্রথমে আক্রান্ত দেরকে স্থানীয় বেদরাবাদ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেইখান থেকে অবস্থার অবনতি হলে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনা তদন্ত শুরু করেছে বৈষ্ণবনগর থানা পুলিশ।

No comments:

Post a Comment

Adbox