Breaking

Tuesday, May 30, 2023

প্রয়াত বাবার স্মৃতির উদ্দেশ্যে রক্তদান ও স্বাস্থ্য শিবিরের আয়োজন করলেন চিকিৎসক ছেলে

নিজস্ব প্রতিনিধি, মালদা :- প্রয়াত বাবার স্মৃতির উদ্দেশ্যে রক্তদান ও স্বাস্থ্য শিবিরের আয়োজন করলেন চিকিৎসক ছেলে। গত রবিবার দুপুরে ইংরেজ বাজারের শোভানগরের হরিপুর হাই স্কুলে শিবিরটি হয়। 

এ দিনের শিবিরে হাজির ছিলেন মালদহ মেডিক্যালের অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায়, ডেপুটি মুখ্যস্বাস্থ্য আধিকারিক অমিতাভ মন্ডল, আইএমএ সভাপতি তাপস চক্রবতী। মালদহ মেডিক্যালের অধ্যাপক চিকিৎসক পীযুষকান্তি মণ্ডল হরিপুর হাই স্কুলের ছাত্র ছিলেন। তাঁর বাবা প্রয়াত সুশীলচন্দ্র মণ্ডল এই স্কুলের শিক্ষক ছিলেন। 

বাবার স্মৃতি উদ্দেশ্যে শিবিরের আয়োজন করেন তিনি। গ্রামবাসীদের নিখরচায় চিকিৎসাও করেন তাঁরা। এ ছাড়া হাজির ছিলেন ফিজিসিয়ান, প্রসুতি, দাঁত, চর্মরোগের মতো একাধিক বিষয়ের চিকিৎসকেরাও রোগী দেখেন।

No comments:

Post a Comment

Adbox