Breaking

Tuesday, May 30, 2023

তাইকোন্ড ফেডারেশনের পক্ষ থেকে আয়োজিত হয় তাইকোন্ড প্রশিক্ষণ শিবির ও কর্মশালা

নিজস্ব প্রতিনিধি, মালদা :- তাইকোন্ড প্রশিক্ষণ শিবির ও কর্মশালার আয়োজন করা হয়। মালদা সহ অন্যান্য জেলা থেকেও প্রতিযোগিরা অংশ নিয়েছিল। তাইকোন্ড ফেডারেশনের পক্ষ থেকে একদিনের এক তাইকোন্ড প্রশিক্ষণ শিবির ও কর্মশালার আয়োজন হয় মালদহ শহরে। রবিবার মালদা শহরের টাউন হাই স্কুলে এই কর্মশালা ও প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। 

মালদা সহ অন্যান্য জেলার বিভিন্ন প্রান্তের খুদে তাইকোন্ডো খেলোয়ারেরা অংশগ্রহণ করে এই প্রশিক্ষণ শিবিরে। জেলা ও জেলার বাইরের তাইকোন্ড কোচ প্রশিক্ষকরা উপস্থিত হন এই প্রশিক্ষণ শিবিরে। আগামীতে তাইকোন্ড খেলার ভবিষ্যৎ কিভাবে শিশুদেরকে সহজে তাইকোন্ড প্রশিক্ষণ দেওয়া যায় এই সমস্ত বিষয় নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। 

পাশাপাশি স্কুল পড়ুয়াদের মধ্যে তাইকোন্ড শেখার আগ্রহ বাড়ানোর জন্য বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এদিনের এই শিবিরে প্রায় ৫০ জন খেলোয়ার অংশগ্রহণ করেন।

No comments:

Post a Comment

Adbox