এছাড়াও উপস্থিত ছিলেন মালদা মার্চেন্টস চেম্বার অফ কমার্সের সভাপতি জয়ন্ত কুন্ডু, সহ-সভাপতি কমলেশ বিহানি, সঞ্জয় কুন্ডু, সম্পাদক উত্তম বসাক, যুগ্ম সম্পাদক উজ্জ্বল সরকার, কৌশিক ঘোষ, কোষাধ্যক্ষ হিমাদ্রি রায় সহ ব্যবসায়ীরা। গত কয়েকদিন আগে মালদা নেতাজি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই শ্রমিকের মৃত্যু হয়েছিল। আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয় বেশ কয়েকটি দোকান।
তাই অগ্নি নির্বাপন নিয়ে ব্যবসায়ীদের সচেতন করতে এদিন সন্ধ্যায় কর্মশালার আয়োজন করা হয়েছিল। মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্সের শাখা সংগঠন ও বিভিন্ন বাজার কমিটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন কর্মশালায়। বাজারে আতশবাজি ও কার্বাইড বিক্রির বিষয় নিয়েও আলোচনা করা হয়। বিভিন্ন বাজারে কিভাবে অগ্নি নির্বাপন ব্যবস্থা রাখা উচিত তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। দোকানের ইন্সুরেন্স, ফায়ার লাইসেন্স সহ বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করা হয়।


No comments:
Post a Comment