গতি শনিবারের এই জনসভায় উপস্থিত হয়েছিলেন জেলা বিজেপি নেতৃত্ব। শনিবার বিকালে জনসভা শেষ করে ট্রেনে করে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। শনিবার বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, পরিযায়ী শ্রমিক এখন ৪৫ লক্ষ। বামফ্রন্টের সময় এই সংখ্যা ছিল ৫ লক্ষ। বেশীর ভাগ এই পরিযায়ী শ্রমিকদের মধ্যে সংখ্যালঘুরা আছেন। প্রধানমন্ত্রী আবাস যোজনাতে পশ্চমবঙ্গকে, কেন্দ্র ৫০ লক্ষ বাড়ি দিয়েছে। তৃণমূলের নেতারা বাড়ি নিয়ে নিয়েছে। ১০০ দিনের কাজে সব থেকে বেশী দুর্নীতি হয়েছে এই মালদা জেলাতে। এই চোরদের তাড়াতে হবে। কেন এই চোরদের ভোট দেবেন। যাঁরা কাঁটা তারের বেড়া টপকে ঢুকেছে তাঁদেরকে কাঁটাতারের ওপাশেই যেতে হবে। বিদেশের মাটিতে প্রধান মন্ত্রীকে পায়ে হাত দিয়ে প্রণাম করছে। কৃষক পরিবারের টাকা আটকে দিয়েছে এই রাজ্য সরকার। মাধ্যমিকে ছাত্র ছাত্রীর সংখ্যা কমছে আর মদের দোকানের সংখ্যা বাড়ছে। ডিয়ার লটারি কাটতে কাটতে এই রাজ্যের মানুষকে ভিখারি করে দিয়েছে।
অভিষেককে মহম্মদ বিন তুঘলকের সঙ্গে তুলনা করে শুভেন্দু অধিকারী বলেন, জন জোয়ারের নামে কোটি কোটি টাকা খরচ হচ্ছে। মুসলিমদের মধ্যে এনআরসির ভয় দেখাচ্ছে। কুরমিদের মধ্যে লড়াই লাগাচ্ছে মমতা ব্যানার্জী। রাম নবমীর দিন গোলমাল হয়েছে মমতা ব্যানার্জীর জন্যে। এই রাজ্যে কোনো চাকরি নেই। পশ্চমবঙ্গকে বাঁচাতে হবে। ডবল ইঞ্জিনের সরকার এই রাজ্যে প্রতিষ্ঠা করতে হবে। সিপিএমের ফাঁদে পা দেবেন না। সিপিএমের আমলে ওরা চাকরি বিক্রি করেছিল। মমতা ব্যানার্জীকে আমি প্রাক্তন করব।


No comments:
Post a Comment