Breaking

Saturday, May 20, 2023

বাজারে লিচু পাকার আগেই অপরিপক্ক লিচুতে ছেয়ে গেছে বাজার ! অভিযোগ পেয়ে অভিযানে নামলেন খোদ মহকুমা শাসক !

নিজস্ব প্রতিনিধি :- মালদা রথবাড়ি বাজারে লিচু পাকার আগেই অপরিপক্ক লিচুতে ছেয়ে গেছে। অভিযোগ পেয়ে অভিযানে নামলেন খোদ মহকুমা শাসক পঙ্কজ তামাং। 

মালদা শহরের রথবাড়ি বাজার থেকে শুরু করে একাধিক মার্কেট। কাঁচা লিচুতে ছেয়ে গেছে গোটা বাজার। কাঁচা অপরিপক্ক এই লিচু খেলে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। অভিযোগ পেয়ে অভিযানে নামলেন খোদ মহাকুমা শাসক পঙ্কজ তামাং। শনিবার মালদা শহরের রথবাড়ি সহ একাধিক মার্কেটে হানা দেন তিনি। 

অপরিপক্ক লিচু বিক্রি করার অভিযোগে বেশ কয়েকজন ব্যবসায়ীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়। তার পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়, বাজারে বিক্রি হওয়া অপরিপক্ক লিচু। 

No comments:

Post a Comment

Adbox