অতি মহামারী কাটিয়ে চেনা ছন্দে ফিরেছিল ব্যবসা-বাণিজ্য। অর্থনীতির প্রসার ঘটতে শুরু করেছিল। কিন্তু রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার হটকারী সিদ্ধান্তে আবারো সমস্যায় পড়তে চলেছেন বণিক মহল। অর্থনীতিতে আবারও প্রভাব পড়ার আশঙ্কা।
সম্প্রীতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানিয়েছে, ২০০০ টাকার নোট আর ছাপা হবে না। বাজারে আপাতত যা ২০০০ টাকার নোট আছে তা বৈধ। তবে আগামী ৩০ শে সেপটেম্বরের মধ্যে তা ব্যাঙ্কে জমা করতে হবে। পরিবর্তে গ্ৰাহকরা অন্য নোট নিতে পারবেন।
এই বিষয়ে ওয়েস্ট বেঙ্গল এক্সপোর্টার্স কো-অর্ডিনেশন কমিটির রাজ্য সম্পাদক উজ্জ্বল সাহা জানান, অতি মহামারী কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরছিল অর্থনীতি। কিন্তু রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই সিদ্ধান্তে আবারো অর্থনীতিতে প্রভাব পড়ার আশঙ্কা করছেন তারা।


No comments:
Post a Comment