নিজস্ব প্রতিনিধি :- টাওয়ারের টাকা নিয়ে বিবাদের জেরে গুলিবিদ্ধ হলেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে মালদার মিল্কী ফাঁড়ির গোপালপুর গ্রামে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মিল্কি ফাঁড়ির পুলিশ। গুলিবিদ্ধকে উদ্ধার করে তড়িঘড়ি নিয়ে আসা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সুত্রে জানা গিয়েছে গুলিবিদ্ধর নাম মির্জা আকবর (২৬)। বাড়ি মিল্কি ফাঁড়ির ভগবানীপুর গ্রামে। অভিযুক্তর নাম আলীম শেখ।
হরিয়ানা টাওয়ারের কাজে যাওয়ার জন্য তিরিশ হাজার টাকা দিয়েছিল আলিম শেখকে। সেই টাকা বারবার চাইলেও তারা দিচ্ছিলেন না। এরপর সেই ত্রিশ হাজার টাকা বেশ কয়েকদিন ধরে চাইছিল।বুধবার বিকেল বেলা আলিম শেখ মিল্কি ফাঁড়ির গোপালপুর এলাকায় ফোন করে মির্জা আকবরকে ডেকে পাঠায় সেই টাকা ফেরত দেওয়ার জন্য। মির্জা আকবর ঘটনাস্থলে পৌঁছলে সেই সময় চরম আকার নেয়।
অভিযোগ এর পরই আলিম শেখ মির্জা আকবরকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে শুরু করে। ঘটনায় মির্জা আকবরের বাম পায়ের ওপরে গুলি লাগে। গুলির শব্দে স্থানীয় গ্রামবাসীরা ছুটে আসতে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুলিবিদ্ধ মির্জা আকবরকে উদ্ধার করে প্রথমে স্থানীয় প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে, সেখান থেকে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
বর্তমানে গুলিবিদ্ধ ব্যক্তি মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।


No comments:
Post a Comment