জানা গেছে, মালদা শহরের দুটি জায়গায় এবং পুরাতন মালদার কোর্ট স্টেশন ও গাজোলে অনুষ্ঠিত হবে এই মেগা অডিশন। সেই মেগা অডিশনের সূচনা করা হয় রবিবার।
শহরের বাঁধ রোড এলাকায় জেলা গ্রন্থাগার বই বাগানে এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলা সাংস্কৃতিক পরিচালক সমিতির সভাপতি প্রসেনজিৎ দাস সহ জেলার বিশিষ্ট শিল্পীরা।


No comments:
Post a Comment