Breaking

Wednesday, May 31, 2023

মালদার নেতাজি কমার্শিয়াল মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন জেলা ব্যবসায়ী নেতা উজ্জ্বল সাহা

নিজস্ব প্রতিনিধি, মালদা :- মালদার নেতাজি কমার্শিয়াল মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনার পেছনে বাজি মেলাকেই দায়ী করে মঙ্গলবার মালদা শহরের গৌড় রোড় এলাকায় বিস্ফোরক মন্তব্য করলেন জেলা ব্যবসায়ী নেতা উজ্জ্বল সাহা। তিনি আরো জানান, নেতাজি কমার্শিয়াল অগ্নিকাণ্ডের ঘটনার জন্য পুলিশ প্রশাসন কিংবা পৌরসভা কে দায়ী করে কোন লাভ নেই এর জন্য দায়ী প্রভাবশালী কয়েকজন ব্যবসায়ী নেতা। 

উল্লেখ্য চলতি মাসের গত ২৩ তারিখ মালদা শহরের নেতাজি কমার্শিয়াল মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় ঝলসে মৃত্যু হয়েছিল দুজনের। একাধিক দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছিল। ঘটনার প্রতিবাদ জানিয়ে রাস্তায় নেমে আন্দোলন করতে দেখা গিয়েছিল বিরোধী রাজনৈতিক দলগুলিকে। ঘটনার সাত দিনের মাথায় নেতাজি কমার্শিয়াল মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসলেন জেলা ব্যবসায়ী নেতা উজ্জ্বল সাহা। 

তিনি জানান, গত অক্টোবর মাসে ঘটা করে বাজিমেলার আয়োজন করা হয়েছিল। আদৌ কি সমস্ত নিয়ম কানুন মেনে মেলার আয়োজন করা হয়েছিল। বিভিন্ন দপ্তরের এনওসি নেওয়া হয়েছিল। কয়েকজন প্রভাবশালী, ব্যবসায়ী নিজেদের সুবিধা লুটতে এবং মেলায় অংশ নেওয়া ৯০ জন ব্যবসায়ীকে লাভবান করে তুলতে বাজিমেলার আয়োজন করা হয়েছিল। বাজি মেলার পর বিক্রি না হওয়া বাজি গুলি কোন গোডাউনে মজুত করা হয়েছিল তার কোন হদিস নেই। তার জন্য কি হোল্ডিং লাইসেন্স নেওয়া হয়েছে প্রশ্ন তুলেন উজ্জ্বল বাবু। তাই নেতাজি কমার্শিয়াল মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় পুলিশ প্রশাসন কিংবা পৌরসভার উপর দায় চাপিয়ে কোন লাভ নেই। এর পেছনে যারা বাজি মেলার আয়োজন করেছেন প্রভাবশালী ব্যবসায়ী নেতারা তারাই একমাত্র দায়ী বলে জানান উজ্জ্বল বাবু। 

No comments:

Post a Comment

Adbox