Breaking

Tuesday, May 30, 2023

মালদার বিভিন্ন স্কুলের কন্যাশ্রী ক্লাবের সদস্যদের নিয়ে পালিত হয় বিশ্ব মেন্সট্রুয়াল হাইজিন দিবস

নিজস্ব প্রতিনিধি, মালদা :- পশ্চিমবঙ্গ সরকারের নারী শিশু কল্যাণ বিকাশ ও সমাজ কল্যাণ দপ্তরের মালদা জেলা শাখার উদ্যোগে এবং স্বেচ্ছাসেবী সংস্থা একশন এইডের সহযোগিতায় মালদার বিভিন্ন স্কুলের কন্যাশ্রী ক্লাবের সদস্যদের নিয়ে পালিত হল বিশ্ব মেন্সট্রুয়াল হাইজিন দিবস। স্থানীয় জেলা যুব আবাস কেন্দ্রের প্রেক্ষাগৃহে এই উপলক্ষে স্কুলের ছাত্রীদেরকে নিয়ে গঠিত কন্যাশ্রী ক্লাবের সদস্যাদের সচেতন করার লক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট শ্রীমতি লাদেন লেপচা, অরুণ সরদার, মালদা মেডিকেল কলেজ হাসপাতালের এডোলেসেন্ট হেলথ কেয়ার সেন্টারের কাউন্সিলার লক্ষ্মী ভৌমিক ,দপ্তরের বিভিন্ন আধিকারিক বৃন্দ মালদহের বিভিন্ন স্কুলের শিক্ষিকা সহ ছাত্রীগণ। 

জানা গেছে, এই দিনটি পালনের উদ্দেশ্য তথাকথিত ধ্যান-ধারণাকে পিছনে ফেলে বাচ্চা মেয়েরা যারা আগামী ভবিষ্যৎ প্রজন্ম তারা যেন তাদের প্রজনন স্বাস্থ্যকে সুরক্ষিত করতে পারে তার জন্যই এই উদ্যোগ। 


No comments:

Post a Comment

Adbox