Breaking

Wednesday, May 31, 2023

বালিকাদের সশক্তিকরনে ও সামগ্রিক বিকাশে অগ্রণী ভূমিকা গ্রহণ করল ফারাক্কা এনটিপিসি

নিজস্ব প্রতিনিধি, মালদা :- এলাকার পিছিয়ে পড়া বালিকাদের শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক কর্মসূচি ও খেলাধুলায় ব্যাপকভাবে অংশগ্রহণ করানোর লক্ষ্যে বালিকাদের সশক্তিকরনে ও সামগ্রিক বিকাশে অগ্রণী ভূমিকা গ্রহণ করল ফারাক্কা এনটিপিসি। মঙ্গলবার এনটিপিসি ফারাক্কার উদ্যোগে সিএসআর সহযোগিতায় বালিকা সশক্তি করন মিশন কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হল। 

মালদা জেলার কালিয়াচক -৩ ব্লকের এনটিপিসি টাউনশিপের রবীন্দ্রভবনে সাড়ম্বরে কয়েক ঘণ্টার অনুষ্ঠান চলে।‌ প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন প্রধান অতিথি সহ বিশিষ্টজনরা। সমবেত সঙ্গীত, কবিতায়, গানে, আবৃতি,  ভাষণ সহ একগুচ্ছ অনুষ্ঠান পরিবেশিত হয়। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনটিপিসি'র রিজিওনাল ইস্ট -১ এক্সিকিউটিভ ডিরেক্টর শ্রী ডিএসজিএসএস বাবজি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটনা সুজাতা লেডিস ক্লাবের সভাপতি ডি রত্নাকুমারী , সংশ্লিষ্ট জনসংযোগ আধিকারিক আনাম বুখারী সহ বিভিন্ন কর্মকর্তারা। 

প্রধান অতিথি শ্রী ডিএসজিএসএস বাবজি বলেন, ৮ থেকে ১০ বছর বয়সী মেয়েদের জন্য আমাদের এই কার্যক্রম। শুরু থেকেই উপযুক্ত প্রশিক্ষণ নিয়ে সশক্তি করনে এগিয়ে যাবে। পশ্চিমবঙ্গের ১৮ টি স্কুল থেকে ৯০ জন ছাত্রী ও পার্শ্ববর্তী ঝাড়খণ্ডের ছ'টি স্কুল থেকে মোট ৩০ জন। অর্থাৎ ২৪ টি স্কুলের মোট ১২০ ছাত্রী এই বালিকা সশক্তিকরন আবাসিক কর্মশালায় অংশগ্রহণ করে। চার সপ্তাহব্যাপী এই কর্মশালা চলবে। এদিনের সূচনা অনুষ্ঠান ঘিরে ৬৭৫ আসন বিশিষ্ট রবীন্দ্র অডিটোরিয়াম কানায় কানায় ভরে যায় ছাত্র-ছাত্রী শিক্ষক শিক্ষিকা অভিভাবক এনটিপিসি কর্মী থেকে আধিকারিক উপস্থিতিতে।‌ 

প্রশিক্ষণে দেওয়া হবে জুতো, পোশাক , পঠন পাঠন, সাস্কৃতিক, মানসিক ক্রীড়া বিভিন্ন ক্ষেত্রে বিকাশের উপর গুরুত্ব আরোপ করে যাতে কম বয়সী মেয়েরা শুরু থেকেই সামগ্রিক জ্ঞান আহরণ করে এগিয়ে যায়। ছেলেদের সাথে মেয়েরা সমানে এগিয়ে চলছে এই বার্তা দেওয়া হয়। মেয়েদের স্বশক্তি করন কার্যক্রম অবশ্যই আজকের দিনে এক এক গুরুত্বপূর্ণ কার্যক্রম অনেকেই প্রশংসা করেন এতে ছোট থেকে মেয়েরা সমৃদ্ধ হবে আসক্তি করনি এগিয়ে যাবে। 

No comments:

Post a Comment

Adbox