Breaking

Wednesday, May 17, 2023

আউটডোরে ডাক্তার দেখাতে এসে নামিদামি কোম্পানির মোবাইল খোয়া গেল এক রুগীর !

নিজস্ব প্রতিনিধি :- ফের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে আউটডোরে ডাক্তার দেখাতে এসে নামিদামি কোম্পানির মোবাইল খোয়া গেল এক রুগীর কাছ থেকে। ঘটনা ঘিরে চাঞ্চল্য মালদা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর। স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, মালদা শহরের ঘোড়া পীর ঘোষপাড়া এলাকার সঙ্গীতা ঘোষ নামে এক মহিলা রোগী আউটডোরে ডাক্তার দেখাতে এসেছিলেন চর্ম রোগ বিশেষজ্ঞের কাছে। 

ডাক্তার দেখিয়ে আউটডারে নিচে ঔষধের লাইনে দাঁড়িয়ে ফোনে কথা বলছিলেন তার আত্মীয়র সাথে। সেই সময় ওই মহিলার হাত থেকে মোবাইল নিয়ে পালিয়ে যায় কে বা কারা। মহিলা চিৎকারে আশেপাশের অন্যান্য রোগীরা ছুটে আসে। ততক্ষণে মোবাইল নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। 

এরপর ওই মহিলা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে থাকা পুলিশ ফাঁড়িতে বিষয়টা জানায়। সেইখান থেকে মহিলা যায় মালদা ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ করে। ঘটনা তদন্ত শুরু করে ইংরেজ বাজার থানার পুলিশ।

No comments:

Post a Comment

Adbox