Breaking

Tuesday, May 16, 2023

মালদহের ঐতিহ্যবাহী রামকেলি মেলা কে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য মন্দির কমিটির বৈঠক

নিজস্ব প্রতিনিধি, মালদা :- মহাপ্রভুর স্মৃতিতে মালদহের গৌড়ে রামকেলিতে প্রতি বছর জ্যোষ্ঠ সংক্রান্তিতে মেলা শুরু হয়। এবারে ঐতিহ্যবাহী মালদহের রামকেলি মেলাকে সুচারুভাবে সম্পন্ন করার জন্য এক বৈঠকের আয়োজন করেন রূপ সনাতন মিলন মন্দির কমিটি ও বৈষ্ণব সাহিত্যচর্চা কেন্দ্র। সম্ভবত ১৫১৫ সালের জুন মাসে শ্রীচৈতন্য গৌড়ের রামকেলি গ্রামে আসেন। গৌড়ের সুলতান হুসেন শাহের মন্ত্রী সাকর মল্লিক ও প্রধান মুনশি দবীর খাসকে বৈষ্ণব ধর্মে দীক্ষিত হন। পরবর্তী কালে এর দু’জন রূপ গোস্বামী ও সনাতন গোস্বামী নামে প্রসিদ্ধি লাভ করেন। 

রামকেলি গ্রামে শ্রীচৈতন্যের সেই পদার্পণের স্মরণে প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তিতে এক মহামেলার আয়োজন করা হয়, যা রামকেলির মেলা নামে পরিচিত। এটাই মালদা জেলার সব চেয়ে বড় ও প্রাচীন মেলা। বর্তমানে একই সঙ্গে শ্রী শ্রী মদনমোহন জিউ-এর বার্ষিক উৎসবও পালিত হয়। পঞ্চরত্ন মন্দিরে মহা ধূমধামে মদনমোহন ও রাধারানির পুজো হয়। 

জেলা প্রশাসনের পক্ষ থেকেও মেলায় বিভিন্ন সহযোগিতা করা হয়। হাজার হাজার ভক্ত উপস্থিত হন রামকেলি ধামে। রবিবার সন্ধ্যায় মালদা শহরের এক নম্বর গভমেন্ট কলোনি এলাকায় একটি ডায়াগনস্টিক সেন্টারের সভাকক্ষে বৈঠকের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন, মন্দির কমিটির সম্পাদক বিধানচন্দ্র রায়, কোষাধক্ষ্য বিনয় সাহা, আজীবন সদস্য জয়দেব সাহা, বিশিষ্ট চিত্রশিল্পী মঞ্জু শর্মা, মালদা মার্চেন্টস চেম্বার অফ কমার্সের যুগ্ম সম্পাদক উজ্জ্বল সরকার, মন্দিরের প্রধান সেবায়েত রঘুনাথ দাস সহ অন্যান্য সদস্যরা।

দর্শনার্থীদের যাতে কোনো অসুবিধা না হয় সেই দিকে খেয়াল রেখে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয় বৈঠকে। পাশাপাশি মন্দির সংলগ্ন এলাকায় একটি জমি কেনার বিষয় নিয়ে আলোচনা করা হয় বৈঠকে। নিজেদের সাধ্যমত সাহায্যের হাত বাড়িয়ে দেন মন্দির কমিটির সদস্যরা। 

এ বিষয়ে মনদির কমিটির সম্পাদক বিধানচন্দ্র রায় জানান, প্রতিবারের ন্যায় এবারেও আগামী ১৫ ই জুন থেকে মহাপ্রভু চৈতন্যদেবের গৌড়ে পদার্পণ উপলক্ষে রামকেলি মেলা অনুষ্ঠিত হয়। এবারে এই মেলাকে সুচারু ভাবে শেষ করার জন্য এবং সকল ভক্তরা যাতে ঠিকমতো পূজা এবং মেলা দর্শন করতে পারে সেদিকে বিশেষ লক্ষ রাখার জন্যই এদিন সন্ধ্যায় এক বৈঠকের আয়োজন করা হয়েছিল। রুপ সনাতন মন্দির কমিটি ও বৈষ্ণব চর্চা কেন্দ্রের উদ্যোগে এই বৈঠক।


No comments:

Post a Comment

Adbox