Breaking

Friday, April 28, 2023

বন্দুক বাজের দাবি নস্যাত্‍ করে দিলেন তাঁর প্রাক্তন স্ত্রী !

নিজস্ব প্রতিনিধি :- মুচিয়ার চন্দ্রমোহন হাই স্কুলে বুধবার আগ্নেয়াস্ত্র সহ ধৃত বন্দুকবাজ দেব বল্লভের দাবি নস্যাত্‍ করে দিলেন তাঁর 'প্রাক্তন' স্ত্রী রীতা দেব বল্লভ। বৃহস্পতিবার রীতাদেবীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন, তাঁকে এবং তাঁর নাবালক পুত্রকে কেউ অপহরণ করে আটক রাখেননি। দেবের মাথার ঠিক নেই। তাকে একটা কাজ বললে অন্যটা করে। দেবের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক এখন নেই। পৃথকভাবে তাঁরা থাকছেন। ডিভোর্সের মামলাও চলছে আদালতে।

যদিও স্কুলে ঢুকে ক্লাসরুমে পিস্তল উঁচিয়ে ঢুকে দেব দাবি করেছিলেন, তাঁর স্ত্রী ও সন্তানকে কেউ অপহরণ করে রেখেছে। উদ্ধার করতে পুলিশ তাঁকে সাহায্য করছে না। সেই কারণে বুধবার ওই স্কুলের পড়ুয়াদের পণবন্দি করার চেষ্টা করেন। দেব অবশ্য পুলিশের জালে ধরা পড়েছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পুরাতন মালদহের মুচিয়া গ্রাম পঞ্চায়েতের নেমুয়া গ্রামের বাসিন্দা দেব বল্লভ। নিজের জমিতে চাষবাস করতেন। গ্রামে বিজেপির সক্রিয় নেতা হিসাবেও পরিচিত দেব। 

২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে তাঁর স্ত্রী রীতা দেব বল্লভ বিজেপির টিকিটে প্রার্থী হন। ২০২১ সালে দল বদল করে তৃণমূলে যোগ দেন দেবের স্ত্রী। স্থানীয়দের দাবি, দলবদলের পর থেকেই মহিলা তাঁর দ্বাদশ শ্রেণির পড়ুয়া ছেলেকে নিয়ে ওল্ড মালদহ ছেড়ে বামনগোলায় থাকেন। আদালতে বিবাহ-বিচ্ছেদের মামলাও করেন রীতা। 


No comments:

Post a Comment

Adbox