Breaking

Friday, April 28, 2023

পরিকল্পনা দীর্ঘদিন ধরেই করেছিলেন ! আর সেকারণেই মোটা টাকা দিয়ে কেনেন পিস্তল !

নিজস্ব প্রতিনিধি :- পুরাতন মালদহ থানার এক উচ্চ বিদ্যালয়ে বোমা-পিস্তল হাতে স্কুলে ঢুকে পড়েছিলেন দেবকুমার মণ্ডল নামে এক ব্যক্তি। মালদহের ডেপুটি পুলিশ সুপার আজাহারুদ্দিনের নেতৃত্বে পুলিশ বাহিনী তাকে গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানা যায়, দেবকুমার জানিয়েছে, তিনি এই পরিকল্পনা দীর্ঘদিন ধরেই করেছিলেন। আর সেকারণেই মোটা টাকা দিয়েই পিস্তল কিনেছিলেন দেবকুমার বল্লভ। তিনি বিহারের এক অস্ত্র ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগ করে তাঁর কাছ থেকেই এই আগ্নেয়াস্ত্র কেনেন। বৃহস্পতিবার ১৪ দিনের জেলা হেফাজতের আবেদন জানিয়ে মালদহ আদালতে পেশ করা হয় দেবকুমার বল্লভকে। আদালত ৭ দিনের জেল হেফাজত মঞ্জুর করেছে।

আদালতে যাওয়ার মুখে, তার মনে কোন অনুতাপের চিহ্ন ছিল না, বরং সাংবাদিকদের সামনে তিনি হাসিমুখে বলেন, আমার স্ত্রী পুত্রকে খুঁজে দেওয়ার জন্য বারবার পুলিশের কাছে আবেদন জানিয়ে কোন লাভ হয়নি তাই মোটা টাকার বিনিময়ে বিহার থেকে বন্দুক কিনেছিলেন তিনি।

No comments:

Post a Comment

Adbox