Breaking

Friday, April 28, 2023

শ্রমিক সরবরাহকারী ঠিকাদার ও তার দলবল দিনমজুরকে পিটিয়ে খুনের চেষ্টা চালায় বলে অভিযোগ !

নিজস্ব প্রতিনিধি :- ভিন রাজ্যে কাজ করতে গিয়ে অন্যান্য শ্রমিকদের অত্যাচারের শিকার হয়েছিলেন মালদার এক যুবক। অত্যাচার সহ্য করতে না পেরে সেখান থেকে পালিয়ে মালদার বাড়ি ফিরে আসে ওই দিনমজুর। কিন্তু মালদার গ্রামের বাড়িতে ফিরে আসতেই শ্রমিক সরবরাহকারী ঠিকাদার ও তার দলবল ওই দিনমজুরকে পিটিয়ে খুনের চেষ্টা চালায় বলে অভিযোগ। 

বাড়ির ছেলেকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হয়েছে মা, দাদা এবং পিসি। প্রত্যেকের চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার লক্ষীপুর এলাকায়। এই ঘটনায় হামলাকারী সাহেব শেখ, শাহাজাদ শেখ, সহ তার দলবলের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছে আক্রান্তের পরিবার। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত যুবকের নাম আরিফুল শেখ (২২)। তার শরীরে ৪০ টি সেলাই পড়েছে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসকেরা। আহত দিন মজুরের মা আনোয়ারা বিবি (৬০), দাদা সাইনুল সেখ (২৬) এবং পিসি মানোয়ারা বিবি চিকিৎসাধীন। তাদেরকেও মারধোর করা হয়েছে বলে অভিযোগ।পুলিশকে অভিযোগে আক্রান্তের পরিবার জানিয়েছে, আরিফুল শেখ দুই মাস আগে অন্ধ্রপ্রদেশে কাজ করতে গিয়েছিল। কয়েকদিন আগে ওই যুবকের মোবাইল এবং দুই হাজার টাকা চুরি হয়ে যায়। এরপর ওই দিনমজুর প্রতিবাদ করেন। 

কিন্ত সেখানেও ওই দিনমজুরকে মারধর করে অন্যান্য শ্রমিকেরা। ভয়ে বৃহস্পতিবার মালদার বাড়িতে চলে আসে। তারপর মালদার শ্রমিক সরবরাহকারী ঠিকাদার ও তার দলবল ওই দিন মজুরকে হাসোয়া দিয়ে এলোপাথাড়ি কোপায় বলে অভিযোগ। বাড়ির ছেলেকে বাঁচাতে গিয়ে হামলাকারীদের হাতে আক্রান্ত হয়েছে মা, দাদা এবং পিসি। 

No comments:

Post a Comment

Adbox