Breaking

Tuesday, April 11, 2023

পথ দুর্ঘটনায় মৃত্যু বাইক আরোহীর !

নিজস্ব প্রতিনিধি :- পথ দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় এক বাইক আরোহীর। আনা হয় ময়নাতদন্তে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে। মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটেছে মালদা জেলার পুখুরিয়া থানার চাতর এলাকায়। 

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, মৃত বাইক আরোহীর নাম ইসমাইল শেখ, বয়স ৩১ বছর। পরিবার ও পুলিশ সূত্রে আরও জানা যায়, অন্যান্য দিনের মতো গতকালকে বাজার ছেড়ে বাড়ি ফিরছিলেন। ফেরার সময় চাতর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। 

তড়িঘড়ি উদ্ধার করে স্থানীয়রা প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় সেখান থেকে অবস্থার অবনতি হলে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসা চলাকালীন আজ সকালে মৃত্যু হয় ওই বাইক আরোহীর। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃত বাইক আরোহীর পরিবার সহ গোটা গ্রামে। 

No comments:

Post a Comment

Adbox