পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, মৃত বাইক আরোহীর নাম ইসমাইল শেখ, বয়স ৩১ বছর। পরিবার ও পুলিশ সূত্রে আরও জানা যায়, অন্যান্য দিনের মতো গতকালকে বাজার ছেড়ে বাড়ি ফিরছিলেন। ফেরার সময় চাতর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়।
তড়িঘড়ি উদ্ধার করে স্থানীয়রা প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় সেখান থেকে অবস্থার অবনতি হলে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসা চলাকালীন আজ সকালে মৃত্যু হয় ওই বাইক আরোহীর। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃত বাইক আরোহীর পরিবার সহ গোটা গ্রামে।


No comments:
Post a Comment