নিজস্ব প্রতিনিধি :- আসন্ন পঞ্চায়েত ভোটকে সামনে রেখেই রাজ্য মহিলা নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নির্দেশ অনুসারে প্রত্যেক জেলার পাশাপাশি মালদা জেলাতে মঙ্গলবার সকাল ১১টা থেকে হয়ে গেল মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিপিন বিহারী টাউনহলে মিটিং। এই মিটিংয়ে উপস্থিত ছিলেন মালদা জেলা মহিলা তৃণমূল নেত্রী মৃণালিনী মাইতি, জেলা পরিষদের সভাপতি লিপিকা বর্মন ঘোষ সরকার, ছিলেন জেলা পরিষদের আরেক সদস্য সাগরিকা সরকার। এছাড়াও ছিলেন প্রত্যেক ব্লক সভানেত্রী, অঞ্চল সভানেত্রী, জেলা কমিটির সদস্য সহ অন্যান্যরা।
সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে মালদা জেলা মহিলা তৃণমূল নেত্রী মৃণারী মাইতি জানান যে রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নির্দেশ অনুসারে প্রত্যেক জেলার পাশাপাশি মালদা জেলাতে ও আমরা মিটিং এর আয়োজন করেছি।
তিনি আরো জানান কেন্দ্রীয় বিভিন্ন বঞ্চনা ও বিভিন্ন জনবিরোধী নীতির বিরুদ্ধে আমরা এই মিটিং করছি। পাশাপাশি আগামী যে পঞ্চায়েত নির্বাচন সেই পঞ্চায়েত নির্বাচনে কিভাবে মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে শক্তিশালী করা যাবে সে বিষয়ে আলোচনা হয়।
No comments:
Post a Comment