Breaking

Wednesday, April 5, 2023

বিধায়ক গুলশান মল্লিকের উপস্থিতিতে দেউলপুর গ্রাম পঞ্চায়েতে শুরু হলো "দিদির সুরক্ষা কবচ"

নিজস্ব প্রতিনিধি :- ৪ এপ্রিল, মঙ্গলবার, হাওড়ার, পাঁচলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত দেউলপুর গ্রাম পঞ্চায়েতে শুভ সূচনা হয় দিদির সুরক্ষা কবচ কর্মসূচির। মঙ্গলবার, দিদির সুরক্ষা কবচ এর অঞ্চলে একদিন কর্মসূচির শুরু হয় আশীর্বাদ প্রার্থনার মাধ্যমে। দেউলপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পঞ্চানন তলা মন্দিরে পূজা দিয়ে সূচনা হয় অঞ্চলে একদিন কর্মসূচির। 

তারপর দিদির দূত হিসেবে বিধায়ক গুলশান মল্লিক সহ অন্যান্য কর্মীরা পরিদর্শন করেন দেউলপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত একটি ICDS সেন্টার পরিদর্শন করেন। কথা বলেন এই সেন্টারের শিক্ষিকাদের সাথে।    

তারপর দিদির দূত হিসেবে বিধায়ক গুলশান মল্লিক মানুষের বাড়ি বাড়ি যান। কথা বলেন এই অঞ্চলের সাধারণ মানুষের সাথে। তারপর দেউলপুর গ্রাম পঞ্চায়েতের কার্যালয় পরিদর্শন করেন বিধায়ক গুলশান মল্লিক। কথা বলেন পঞ্চায়েতের কর্মীদের সাথে এবং বিভিন্ন বিষয়ে আলোচনা করেন বিধায়ক।

তারপর দলীয় কর্মীদের সাথে নিয়ে বিধায়ক একটি জনসভা করেন এবং সাধারণ মানুষের সাথে জনসংযোগ করেন। তারপর বিধায়ক গুলশান মল্লিক এই অঞ্চলের অন্তর্গত দেউলপুর হাই স্কুল পরিদর্শন করেন। কথা বলেন এই স্কুলের শিক্ষক শিক্ষিকাদের সাথে। 

এদিনের এই অঞ্চলে একদিন কর্মসূচিতে উপস্থিত ছিলেন পাঁচলার বিধায়ক গুলশান মল্লিক। উপস্থিত ছিলেন দেউলপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি পঙ্কজ পণ্ডিত। উপস্থিত ছিলেন দেউলপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শিখা বাগ। উপস্থিত ছিলেন দেউলপুর গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান সাইফুদ্দিন লস্কর সহ এই পঞ্চায়েতের অন্যান্য সদস্যরা এবং অন্যান্য তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকরা। পাশাপাশি এই কর্মসূচিতে এই গ্রাম পঞ্চায়েতের বহু সাধারণ মানুষও, বিশেষ করে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। 


No comments:

Post a Comment

Adbox