ওয়েব ডেস্ক :- নদীয়ার বিভিন্ন প্রান্তে স্কুল সহ বিভিন্ন পাড়ায় পাড়ায় দোলের আগের দিন আজ বসন্ত উৎসব পালন করা হয়। বসন্ত উৎসব উপলক্ষে কচিকাঁচারা সকাল থেকেই বসন্তের রঙে নিজেদের রাঙিয়ে হলুদ শাড়ি মাথায় ফুল বেঁধে উৎসবকে সাফল্য মন্ডিত করে।
এই দিন নদীয়ার করিমপুর কেচুয়াডাঙ্গা নৃত্য কলা মন্ডলীর পরিচালনায় সহেলি গুই এর উদ্যোগে কচিকাচাদের নিয়ে পথে পথে নিত্য তথা পথসভা সেইসঙ্গে চলে রঙে রঙ মিলিয়ে রঙিন করে বসন্ত উৎসব।
সকাল থেকেই কচিকাচারা উৎসাহর সাথে এই প্রাঙ্গণে একত্রিত হয় এবং তাদের পরিবার সহ সকলে পথে পথে চলে বসন্ত উৎসব। এই উৎসব দেখার জন্য স্থানীয়রা উৎসুক হয়ে অপেক্ষায় থাকে সারা বছর। সব মিলিয়ে নদীয়ার মায়াপুর শ্রীচৈতন্যদেবের বাসভূমি রঙিন হয়ে উঠেছিল এই বসন্ত উৎসবে।


No comments:
Post a Comment