Breaking

Friday, March 10, 2023

'শ্রী মা সারদা দেবী'র পূজা উপলক্ষে 'গীতিশা'র ভক্তি নিবেদন গানের মাধ্যমে

নিজস্ব প্রতিনিধি, হাওড়া, আমার কলম :- যেখানে মায়ের নাম, সেখানে আনন্দ ধাম। শ্রী মা সারদা দেবী ছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের ধর্মপত্নী। শ্রী মা সারদা অত্যন্ত সহজ সরল ভাষায় ধর্ম ও দর্শনের কথা বলে গিয়েছেন। শ্রী মা সারদার সকলের প্রতিই অপার করুণা ও দয়া ছিল। শ্রী মা সকলকেই নিজের সন্তান রূপে জ্ঞান করতেন। 

শ্রী মা সারদার এক অসাধারণ ক্ষমতা ছিল সবাইকে সন্তান রূপে দেখার। সমাজ যাকে দূরে ঠেলে দিত, তাকেও শ্রী মা আপন করে কাছে টেনে নিতে পারতেন। তিনি বলেন, "আমি সতেরও মা, অসতেরও মা। আমি সত্যিকারের মা, গুরু পত্নী নয়, পাতানো মা নয়, কথার কথা মা নয় - সত্য জননী।" 

আর গত ৭ ই মার্চ, মঙ্গলবার, দোল পূর্ণিমার দিনে গ্রামীণ হাওড়ার চেঙ্গাইলের শরৎপল্লীতে এক গৃহী ভক্তের বাড়িতে অনুষ্ঠিত হয় শ্রী শ্রী মা সারদা দেবীর বিশেষ পূজা। সমস্ত রকমের আচার অনুষ্ঠান ও বিশেষ যজ্ঞের মাধ্যমে পূজিতা হন মা সারদা দেবী। 

আর এই দোল পূর্ণিমার দিনে শ্রী মার পূজা উপলক্ষে ভক্তি মূলক গানের অনুষ্ঠান পরিবেশিত হয়। "গীতিশা" নামক একটি গ্রুপের সদস্যরা এদিন তাদের ভক্তি মূলক গানের মাধ্যমে ভক্তদের মধ্যে ভক্তিরস প্রসারিত করেন। এই গীতিশা গ্রুপের সদস্যরা হলেন মৌসুমী ব্যানার্জী, মিতালী বোস দাস, হেমন্ত শাসমল, অরবিন্দ ভৌমিক, রীনা দাস, অঙ্কিতা দাস সহ অন্যান্যরা। 

এদিন মৌসুমী ব্যানার্জী, মিতালী বোস দাস ও রীনা দাসের ভক্তিগীতিতে তবলায় সঙ্গত করেন অরবিন্দ ভৌমিক। এদিন ভক্তি মূলক কবিতা পাঠ করেন অঙ্কিতা দাস। উপস্থিত সকল ভক্ত বৃন্দরা এই ভক্তিমূলক অনুষ্ঠানের প্রশংসা করেছেন। 

এদিন শ্রী মা সারদা দেবীর পূজা উপলক্ষে এক অন্নকূট উৎসবের আয়োজন করা হয়। এই অন্নকূট উৎসবে বহু ভক্তরা মায়ের প্রসাদ লাভ করেন।

No comments:

Post a Comment

Adbox