Breaking

Saturday, March 4, 2023

শনিবার হয়ে গেল উলুবেড়িয়া কোর্টের বার অ্যাসোসিয়েশন নির্বাচন

নিজস্ব প্রতিনিধি, উলুবেড়িয়া, আমার কলম :- হাওড়ার উলুবেড়িয়া দেওয়ানি ও ফৌজিদারি আদালতে, ৪ মার্চ, শনিবার, উলুবেড়িয়া সিভিল ও ক্রিমিনাল বার অ্যাসোসিয়েশন নির্বাচন হয়। প্রত্যেক প্রার্থীই আশাবাদী এই নির্বাচনে তাদের জয় নিয়ে। বিদায়ী বোর্ড ছিলো তৃণমূল কংগ্রেসের আইনজীবি সেলের দখলে। তারা ১৮ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিলো। 

এই নির্বাচনে মোট আসন সংখ্যা ১৮ টি। এবারের নির্বাচনে মোট ৪২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তৃণমূল কংগ্রেস ১৮ টি আসনে এককভাবে প্রার্থী দিয়েছেন। অন্যদিকে জোটের প্রার্থীরা ১৮ টি আসনে প্রার্থী দিয়েছেন । ৬ জন নির্দল টিকিটে প্রীতিদ্বন্দ্বিতা করছেন। ৪২ জনের ভাগ্য নির্ধারণ হবে। কোন ১৮ জন প্রার্থী জিতবেন? 

শনিবার, ভোট শুরু হয় সকাল ১১ টায়, চলে ৪ টে ৩০ মিনিট পর্যন্ত। মোট ভোটারের সংখ্যা ৩৮৬ জন। মোট ভোটদান করেছেন ৩৬৯ জন। কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে ভোট গ্রহণ শুরু হয়। এই নির্বাচনের ফলাফল ৬ ই মার্চ। এখন দেখার বিষয় তৃণমূলের আইনজীবী সেল নিজেদের আসন ধরে রাখতে পারেন কিনা। অন্যদিকে বিরোধী জোট শেষ হাসি হাসবেন কিনা।

No comments:

Post a Comment

Adbox