Breaking

Friday, March 24, 2023

রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে, মামলা করলেন রাজ্যের মন্ত্রী

নিজস্ব প্রতিনিধি :- রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে, উলুবেড়িয়া কোর্টে, মানহানির মামলা করলেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরী দপ্তর ও পূর্ত দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী পুলক রায়। সংবাদ মাধ্যমের সামনে, কয়েক মাস আগে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, দুর্নীতির অভিযোগ করেছিলেন রাজ্যের মন্ত্রী পুলক রায় এর বিরুদ্ধে। আর এবার রাজ্যের মন্ত্রী পুলক রায়, রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে, মানহানির মামলা দায়ের করলেন। 

প্রসঙ্গত উল্লেখ্য, সংবাদ মাধ্যমের সামনে, গত নভেম্বর মাসে, রাজ্যের বিরোধী দলনেতা, রাজ্যের মন্ত্রী পুলক রায় এর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন। আর তারপরই রাজ্যের মন্ত্রী পুলক রায়, বিরোধী দলনেতা কে আইনি নোটিশ পাঠান তার আইনজীবীর মাধ্যমে। কিন্তু সেই নোটিশ এর কোনো উত্তর পাওয়া যায়নি মাস ঘুরে গেলেও। 

আর তাই রাজ্যের মন্ত্রী পুলক রায়, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে, উলুবেড়িয়া কোর্টে, মানহানির মামলা করলেন। গত বুধবার, ২২ শে মার্চ, রাজ্যের মন্ত্রী পুলক রায় আসেন উলুবেড়িয়া মহকুমা আদালতে।

No comments:

Post a Comment

Adbox