Breaking

Wednesday, March 22, 2023

মাথায় আগ্নেয়াস্ত্র ও বুকে ছুরি বসিয়ে লুটপাট চালায় একদল দুষ্কৃতি !

নিজস্ব প্রতিনিধি :- মাথায় আগ্নেয়াস্ত্র ও বুকে ছুরি বসিয়ে লুটপাট চালায় একদল দুষ্কৃতি। সোনাদানা ও টাকা নিয়ে গেলেও ক্ষান্ত হননি দুষ্কৃতিরা। বাড়ির গৃহকর্তার হাত কেটে পালিয়েছে তারা। বুধবার রাতে ভোরে এমন ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো মালদহের চাঁচল থানার কুশমাই গ্রামে। ঘটনার পরে আতঙ্কে রয়েছে গোটা এলাকাবাসী। এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, কুশমাই গ্রামের রৌশন আলীর বাড়িতে লুটপাটের ঘটনাটি ঘটেছে। ঘটনায় বাড়ির মালিক রৌশন আলী ও তার দুই ছেলেকে আঘাত করেছে দুষ্কৃতিরা বলে অভিযোগ।তারা চাঁচল সুপার স্পেশাল্যাটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বাড়ির গৃহবধূ পায়েল খাতুন জানান, গভীর রাতে গ্রাম্য ভাষায় একজন দরজা খুলতে বলেন। শ্বশুর বাবা সাড়া পেয়ে দরজা খুলতেই মুখ চোখ চেপে ধরা প্রায় নয়জনের দুষ্কৃতির দল। তাদের মুখোশে কাপড় থাকায় কাউকে চিহ্নিত করা যায়নি। 

বাড়ির মালিক ও দুই ছেলেকে আঘাত করে ও মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে টাকার সন্ধান চাই ওরা।শেষমেষ চাবি না দেওয়ায় সোকেশের লকার ভেঙে নগদ তিন লক্ষ টাকা ও দুই ভরি সোনার গয়না নিয়ে পালিয়েছে দুষ্কৃতিরা বলে অভিযোগ। পুলিশ জানায়, তদন্তের স্বার্থে দুজনকে আটক করা হয়েছে। পারিবারিক কারণ না পুরোনো শত্রুতার জেরে এই ঘটনা তাদের জেরা করেই ঘটনার মূল কারণ জানা যাবে।

No comments:

Post a Comment

Adbox