Breaking

Wednesday, March 22, 2023

মহদীপুর অঞ্চলে অনুষ্ঠিত হয় দিদির সুরক্ষা কবচ কর্মসূচি

নিজস্ব প্রতিনিধি :- মালদহের ইংরেজ বাজার ব্লকের অন্তর্গত মহদীপুর অঞ্চলে অনুষ্ঠিত হল দিদির সুরক্ষা কবচ কর্মসূচি। বুধবার সকালে এই বিশেষ কর্মসূচির সূচনা করেন মালদা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ প্রতিভা সিংহ এবং ইংরেজ বাজার পঞ্চায়েত সমিতির সভাপতি লিপিকা বর্মন ঘোষ। এছাড়াও এই বিশেষ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রসেনজিৎ ঘোষ, মহদীপুর অঞ্চল সভাপতি প্রশান্ত ঘোষ সহ অন্যান্যরা। 

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নবীনতম সংযোজন হলো 'দিদির দূত' প্রকল্প। এই প্রকল্প অনুযায়ী তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটি নেতা কর্মী মানুষের দরজায় দরজায় গিয়ে মানুষের অভাব অভিযোগের কথা শুনছে। যদি কেউ পশ্চিমবঙ্গ সরকারের কোন প্রকল্প থেকে বঞ্চিত হয়ে থাকে তার সুরাহা মিলছে দিদির দূতেদের হাত ধরে। 

সেই মত এদিন দিদির দূতরা মহদীপুর অঞ্চলের বিভিন্ন এলাকায় পৌঁছে গিয়ে মুখ্যমন্ত্রীর একাধিক প্রকল্পকে সামনে রেখে তার সুযোগ সুবিধা তুলে ধরেন‌। তার পাশাপাশি এলাকার সমস্যার কথাও শুনেন দিদির দূতরা। এই কর্মসূচির শুরুতেই প্রথমে মন্দিরে পুজো এবং মাজারে চাদর চড়িয়ে কর্মসূচির সূচনা করা হয়। এরপর সংশ্লিষ্ট অঞ্চলের একাধিক বিদ্যালয় পরিদর্শন, কর্মীদের সাথে আলোচনা, বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের কথাবার্তা বলা সহ দিনভর একাধিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

No comments:

Post a Comment

Adbox