গ্রামবাসীদের অভিযোগ, বিগত দশ বছর ধরে পুকুরটি বেহাল অবস্থায় পড়ে রয়েছে, পুকুর নাকি ডাঙ্গা তা বোঝা অসম্ভব। তাদের আরও অভিযোগ কাজের ফলক লাগানো হয়েছে কিন্তূ কাজ হয়নি। উন্নয়ণ মূলক কাজের জন্য আসা টাকা তছরুপ করেছে পঞ্চায়েত সদস্যরা বলে অভিযোগ করেন গ্রামবাসীরা।
এই বিষয়ে পঞ্চায়েত প্রধানের স্বামী, অর্জুন চৌধুরী কে ধরা হলে তিনি বলেন, পুকুর সংস্কারের দাবি ছিলো। দাবি অনুযায়ী কাজও হয়েছে। কিন্তু এলাকাবাসী সেখানে খননে বাধা দেওয়ায় কাজ বন্ধ করতে হয়। তিনি আরও বলেন, সেখানে এলাকাবাসীরা নিজেই এন.আর.ই.জি.এসের মাধ্যমে কাজ করেছেন, কাজের টাকা এলাকাবাসীদের অ্যাকাউন্টে ঢোকে। তাই টাকা নিয়ে কোনো তছরুপ হয়নি বলে দাবি তার।


No comments:
Post a Comment