নিজস্ব প্রতিনিধি :- আবারও মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকলো হাওড়া। ২১ শে মার্চ, মঙ্গলবার, হাওড়ার বাগনানে তিন যুবকের প্রাণ গেল মর্মান্তিক পথ দুর্ঘটনায়। মঙ্গলবার, ১৬ নম্বর জাতীয় সড়কের বাগনানের বরুণদা এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।
স্থানীয় সূত্রের খবর অনুযায়ী, একটি দীঘা গামী বাসের সামনের চাকা ফেটে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ওই গাড়িটি ঢুকে পড়ে কলকাতা গামী লেনে এবং এই বাসটির মুখোমুখি সংঘর্ষ হয় একটি চারচাকা গাড়ির সাথে। সূত্রের খবর অনুযায়ী, এই দুর্ঘটনায় চার চাকা গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। গাড়িতে থাকা তিন জনের মৃত্যু হয় ঘটনাস্থলেই।
দুর্ঘটনার পরে গাড়িটির অবস্থা এমন ছিল যে, দুর্ঘটনার পর প্রায় তিন ঘন্টা পরও মৃত যাত্রীদের দেহ বার করা যায়নি। পরে গ্যাস কাটার দিয়ে গাড়ি কেটে মৃত দেহ বের করতে হয়। আহত হয় আট জন। আহতদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। দুর্ঘটনার খবর পেয়ে বাগনান থানার পুলিশ এবং বাগনান ট্রাফিক ঘটনাস্থলে পৌঁছায়।


No comments:
Post a Comment