এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি এটিএম রফিকুল হোসেন, জেলা শাসক নীতিন সিংহানিয়া, অতিরিক্ত জেলা শাসক (জি) বৈভব চৌধুরী, দুই পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী ও কার্তিক ঘোষ সহ জেলার তৃণমূল বিধায়কেরা।
বৈঠকের শেষে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, আমাদের এনবিডিডি আর্থিক সহায়তায় যে কাজগুলি শুরু হয়েছে সে কাজ বলে কি অবস্থা রয়েছে। কোন কাজ শেষ হয়েছে কোন কাজ শেষ হয়নি যে সমস্ত কাজগুলি শেষ করা হয়নি সেগুলোকে যাতে দ্রুত শেষ করা যায় সে বিষয়ে আলোচনা করা হয়। কোন রকম কাজের সাথে দুর্নীতি বরদাস্ত করা হবে না। আমাদের দেখে ভোট হয় না রাজ্যের মুখ্যমন্ত্রীকে দেখে ভোট হয়। আমরা কখনো বলিনি উদয়ন গুহ, সাবিনা কে দেখে ভোট হয়। আমাদের মুখ্যমন্ত্রী ১০০ ভাগ অধিকার আছে সততার প্রতীক লেখা। কিন্তু আমাদের মত কিছু উদয়ন গুহ আছে তাদের জন্য কিছু সমস্যা হচ্ছে।


No comments:
Post a Comment