ওয়েব ডেস্ক :- সোমবার বাউড়িয়ায় সারা ভারত ক্ষেতমজুর ১০ম সম্মেলন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনার বিষয় ছিল দানবীর শ্রমিক বিরোধী শ্রম কোড বাতিল করতে হবে। বাউড়িয়ার নর্থমিল কমরেড রাজকুমার মন্ডল ভবনে এই সভা অনুষ্ঠিত হয় বিকাল ৫ টার সময়। সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সিআইটিইউ পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সাধারণ সম্পাদক অনাদি সাহু।
তিনি বলেন, কেন্দ্র সরকার লকডাউন পিরিয়ডে জোর করে শ্রম আইন পাশ করিয়ে নেয়। শ্রমিকদের সুরক্ষার জন্য ২৯ টি শ্রম আইন ছিল। সেই ২৯ টি শ্রম আইন বাতিল করে ৪ টি শ্রমকোড তৈরি করে। যা একপ্রকার শ্রমিকদের যে সুরক্ষা ছিল, তারা সেই অধিকার থেকে অবহেলিত এবং বঞ্চিত হবে। তাই তার বিরুদ্ধে গোটা দেশজুড়ে শ্রমজীবী মানুষকে সংগঠিত করে আন্দোলনকে আরো শক্তিশালী করতে হবে।
শ্রম দপ্তর শ্রমিকদের দাবি তারা মানতে চাইছে না। শ্রমিকদের সুরক্ষার জন্য তখন একটা আইন তৈরি হয়েছিল। শ্রমিকদের সুরক্ষার জন্য আগে কারখানায় প্রোটিন জাতীয় খাদ্য দেওয়া হতো। এখন আর কারখানার শ্রমিকদের মধ্যে সেগুলি দেয়া হয় না। শ্রমিকদের ট্রেড ইউনিয়নের অধিকার হনন করা হচ্ছে। সংগঠিত শ্রমিকদের আন্দোলনকে আরো দীর্ঘায়িত করতে হবে। দুটো সরকারই শ্রমিকদের স্বার্থ দেখছে না।
পুঁজিবাদীদের হাতকে শক্ত করছে। এই মূল্যবৃদ্ধির বাজারে কম বেতনে কাজ করাচ্ছে। নূন্যতম ২৬ হাজার টাকা বেতন দেওয়া উচিত এখনকার বাজার দর অনুযায়ী। নির্বাচন এলেই শ্রমিকদের নানারকম প্রতিশ্রুতি দেওয়া হয়। নির্বাচন কেটে গেলে আর কার্জকরী হয় না।


No comments:
Post a Comment