Breaking

Thursday, February 9, 2023

নগর পরিক্রমার মধ্য দিয়ে শুভ সূচনা হয় শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরের বাৎসরিক হরিসভা

ডেস্ক রিপোর্ট, আমার কলম :- নগর পরিক্রমার মধ্য দিয়ে শুভ সূচনা হয় শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরের বাৎসরিক সার্বজনীন হরিসভা অনুষ্ঠানের। গ্রামীণ হাওড়ার চককাশীর, চককাশী ২ নম্বর কলোনী-তে অবস্থিত শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরের ৬১ তম বাৎসরিক সার্বজনীন হরিসভা অনুষ্ঠানের শুভ সূচনা হয়, ৮ ই ফেব্রুয়ারী, বুধবার। এদিন মায়াপুর ইসকন গোবিন দাস গ্রুপ দ্বারা নগর পরিক্রমার মধ্য দিয়ে ১৬ প্রহর নামযজ্ঞ মহোৎসব এর শুভারম্ভ হয়। 

এই নগর পরিক্রমায় অংশগ্রহণ করেন এলাকার বহু মানুষেরা। নগর পরিক্রমার পর বুধবার সন্ধ্যায় শ্রী শ্রী রাধা কৃষ্ণের সন্ধ্যারতী করা হয় এবং কৃষ্ণের মাহাত্ম্য প্রদর্শন করেন মায়াপুর ইসকন এর সন্ন্যাসীরা। এদিন শ্রী শ্রী রাধা কৃষ্ণের নাম গানে বিভোর হয়ে ওঠেন উপস্থিত সকল ভক্তগণ। এদিন ৮ থেকে ৮০ সকলেই কৃষ্ণের ভজনায় মেতে ওঠেন। 

এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির কমিটির সভাপতি শ্যামলেন্দু সরকার। উপস্থিত ছিলেন সম্পাদক যুবরাজ পাল। উপস্থিত ছিলেন যুগ্ম সহ সভাপতি পবিত্র সাহা, সুমন মজুমদার। উপস্থিত ছিলেন মহোৎসব কমিটি - ২০২৩ এর সভাপতি ধীমান সরকার সহ এই মন্দির কমিটি ও মহোৎসব কমিটির অন্যান্য সকল সদস্য বৃন্দরা। এদিন এই অনুষ্ঠানে এলকার সর্বস্তরের মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। 


No comments:

Post a Comment

Adbox