নিজস্ব প্রতিনিধি, হাওড়া, আমার কলম :- গ্রামীণ হাওড়ার উলুবেড়িয়া পৌরসভার প্রাঙ্গণে, ১০ ই ফেব্রুয়ারী, শুক্রবার, শুভ উদ্বোধন সম্পন্ন হয় পশ্চিমবঙ্গ সরকারের স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি দপ্তরের উদ্যোগে হাওড়া জেলা সবলা মেলা এবং হাওড়া জেলা ১ম সৃষ্টিশ্রী মেলার। শুক্রবার, প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এই দুটি মেলার শুভ উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের পূর্ত দপ্তর ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী পুলক রায়। এই দুটি মেলা চলবে আগামী ১৬ ই ফেব্রুয়ারী পর্যন্ত।
এই দুটি মেলা হাওড়া জেলা প্রশাসন, উলুবেড়িয়া ১ পঞ্চায়েত সমিতি ও উলুবেড়িয়া পৌরসভার ব্যবস্থাপনায় আয়োজিত হচ্ছে। এই মেলার মাধ্যমে স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি প্রকল্পের উদ্যোগীদের তৈরি সামগ্রীর প্রদর্শনী ও বিক্রয় করা হবে। এই মেলার বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের স্টল এর পাশাপাশি রয়েছে অন্যান্য একাধিক স্টল। আর এই স্টল গুলিতে প্রথম দিনেই ভিড় দেখা গেলো।
শুক্রবার এই মেলার শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিদেশ রঞ্জন বসু। উপস্থিত ছিলেন উলুবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ডা: নির্মল মাজি। উপস্থিত ছিলেন আমতার বিধায়ক সুকান্ত পাল। উপস্থিত ছিলেন সাঁকরাইলের বিধায়িকা প্রিয়া পাল।
উপস্থিত ছিলেন হাওড়া জেলা পরিষদের সভাধিপতি কাবেরী দাস। উপস্থিত ছিলেন হাওড়ার জেলা শাসক মুক্তা আর্য্যা। উপস্থিত ছিলেন উলুবেড়িয়ার মহকুমা শাসক শমীক কুমার ঘোষ। উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় কুমার দাস। উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার ভাইস-চেয়ারম্যান শেখ ইনামুর রহমান। উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার জল দপ্তরের চেয়ারম্যান শেখ আকবর সহ অন্যান্য ওয়ার্ডের কাউন্সিলররা এবং অন্যান্য বিশিষ্ট অতিথিরা ও অধিকারিকরা।
এদিন রাজ্যের মন্ত্রী পুলক রায় বলেন, মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি চান মহিলারা স্বাবলম্বী হোক, পুরুষরাও সাবলম্বী হোক। আপনারা জানেন নিশ্চই নানান ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার বঞ্চনা করছে। ১০০ দিনে অনেক মহিলা কাজ করতো, ১০০ দিনের কাজ অনেক পুরুষও করতো। আমরা রাজ্য সরকার চেষ্টা করছি। বিকল্প ভাবে অর্থনীতিতে তাদেরকে এগিয়ে রাখা যায়। সেই লক্ষ্যে পঞ্চায়েত দপ্তর, সৃষ্টিশ্রী মেলা আর স্বনিযুক্তি দপ্তরের মাধ্যমে আমরা সবলা মেলা করছি। এই মেলাতে আমরা স্টল দিয়ে তাদের তৈরি করা সামগ্রী তাদের নিয়ে আসা এবং সেটাকে বাজারজাত করা। তাদের নিজের পায়ে দাঁড়ানো এটাই মাননীয়া মুখ্যমন্ত্রীর লক্ষ এবং মা মাটি মানুষের সরকারের লক্ষ। এখানে মোট ৬১টি স্টল রয়েছে। পুরুষদের জন্য মাননীয়া মুখ্যমন্ত্রী ভেবেছেন, পুরুষের স্বনিযুক্তি প্রকল্পের আওতায় নিয়ে এসে তাদের গোষ্ঠী করে স্বনির্ভর গোষ্ঠী করে তাদেরকেও নিজের পায়ে দাঁড়ানোর লক্ষে। স্বনিযুক্তি প্রকল্পের সাথে যুক্ত মানুষ আরো বেশি করে তাদের জিনিস তৈরি করুক এবং সেটাকে বাজারজাত করা দায়িত্ব সরকার নেবে।


No comments:
Post a Comment