নিজস্ব প্রতিনিধি, হাওড়া, আমার কলম :- ১১ ই ফেব্রুয়ারী, শনিবার, গ্রামীণ হাওড়ার বাউড়িয়ার, বোউল খালীতে জাগৃহি ক্লাবের প্রাঙ্গণে শিব ও মা দক্ষিণা কালী মন্দিরের বাৎসরিক উৎসব অনুষ্ঠিত হল। পূর্ব বোউল খালী দক্ষিণা কালী মন্দির উৎসব কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় এই ২০ তম বর্ষের বাৎসরিক অনুষ্ঠান। ২০ বছর ধরে মন্দিরের এই বাৎসরিক উৎসব অতি নিষ্ঠার সাথে পালন করে চলেছেন মন্দির কমিটির সদস্যরা এবং জাগৃহি ক্লাবের সদস্যরা।
এই বাৎসরিক অনুষ্ঠান উপলক্ষে কিছু ধর্মীয় রীতি নীতি মেনে করা হয়ে থাকে। এই শিব ও মা দক্ষিণা কালী মন্দিরের বাৎসরিক পূজার দিন অর্থাৎ ১১ ই ফেব্রুয়ারী, শনিবার, সকালে ৯ টা ৩০ মিনিট নাগাদ মায়ের মহাস্নান করা হয়। এরপর সকাল ১০ টা ৩০ মিনিট নাগাদ মায়ের বিশেষ পূজা অনুষ্ঠিত হয়। তারপর সকাল ১১ টা ৩০ মিনিট নাগাদ মায়ের চণ্ডীপাঠ করা হয়।
বিকাল ৩ টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হয় মায়ের বিশেষ হোম যজ্ঞ। এরপর সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট নাগাদ শুরু হয় নর নারায়ণ সেবা। এদিন এলাকার সকল বাসিদাদের জন্য এবং সকল আগত ভক্ত বৃন্দের জন্য ভোগ প্রসাদ বিতরণ করা হয়। রাত্রি ৯ টায় মায়ের পূজা ও শীতল আরতি করা হয়।
মন্দিরের এই বাৎসরিক উৎসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই মন্দির কমিটির সম্পাদক ভোলানাথ মণ্ডল। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী দিলীপ দাস সহ মন্দির কমিটির সকল সদস্যরা ও জাগৃহি ক্লাবের সকল সদস্যরা। এদিনে মন্দিরের বাৎসরিক পূজা অনুষ্ঠান উপলক্ষে মন্দিরে পূজা দিতে ভিড় জমান বহু ভক্তরা।
এদিন বিশিষ্ট সমাজসেবী দিলীপ দাস বলেন, প্রতি বৎসর আমরা এই উৎসব পালন করে থাকি। সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট থেকে নর নারায়ণ সেবা শুরু হয়, চলে যতক্ষণ মানুষ আসেন। মা কে দর্শন করেন ও ভোগ সাদরভাবে গ্রহণ করেন। প্রায় রাত্রি ১২ টা, ১ টা পর্যন্ত ভোগ পরিবেশন করা হয়। এদিন প্রায় ১০ থেকে ১২ হাজার মানুষ আসেন, ভোগ গ্রহণ করেন।


No comments:
Post a Comment