Breaking

Friday, February 24, 2023

মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি খতিয়ে দেখতে মালদহে পর্ষদ সভাপতি

নিজস্ব প্রতিনিধি, মালদা, আমার কলম :- মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি খতিয়ে দেখতে মালদহে পৌছান পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। এই প্রথম পরীক্ষা চলাকালীন জেলার পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে কোনও পর্ষদ সভাপতি। 

সকাল সোওয়া দশটা নাগাদ বন্দে ভারত এক্সপ্রেসে মালদহে এসে পৌঁছান তিনি। এরপর সকাল দশটা চল্লিশ নাগাদ পৌঁছে যান মালদহের উমেশ চন্দ্রবাস্তুহারা বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে। 

এদিনের পরীক্ষা শুরুর আগেই প্রধান শিক্ষক, ভেনু ইনচার্জদের সঙ্গে নিয়ে পরীক্ষার হলগুলি ঘুরে দেখেন তিনি। এরপরে তিনি পৌঁছন মালদা শহরের কৃষ্ণমোহন বালিকা বিদ্যালয়ে। পরীক্ষার ব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেন পর্ষদ সভাপতি। 
 

No comments:

Post a Comment

Adbox