Breaking

Friday, February 24, 2023

পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হল এক বাইক আরোহীর!

নিজস্ব প্রতিনিধি, মালদা, আমার কলম :- পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হল এক বাইক আরোহীর। মৃতদেহ আনা হয় ময়নাতদন্তে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে। মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটেছে শুক্রবার সকালে মালদা জেলার ইংরেজ বাজার থানার অন্তর্গত মিল্কি ফাঁড়ির আটগামা এলাকায়। 

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায় মৃত বাইক আরোহীর নাম আতিউর রহমান বয়স (২৬) বছর। বাড়ি মালদা জেলার মোথাবাড়ি থানার বাবলা এলাকায়। পরিবার ও পুলিশ সূত্রে আরও জানা যায় নিজের মোটরবাইকে করে বাড়ি থেকে মিল্কির আটগামা এলাকায় আত্মীয়র বাড়ি যাচ্ছিলেন ঘুরতে। যাওয়ার পথেই মিল্কি আটগামা এলাকায় একটি পিকআপ ভ্যান মোটরবাইক আরোহী কে সজরে ধাক্কা মারে। ঘটনায় গুরুতর আহত হন ওই বাইক আরোহী। 

তড়িঘড়ি উদ্ধার করে স্থানীয়রা নিয়ে আসে চিকিৎসার জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। জরুরী বিভাগেই কর্মরত চিকিৎসকেরা ওই বাইক আরোহীকে মৃত বলে ঘোষণা করে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃত বাইক আরোহীর পরিবারসহ গোটা গ্রামে। 


No comments:

Post a Comment

Adbox