নিজস্ব প্রতিনিধি, মালদা, আমার কলম :- বৃহস্পতিবার শুরু হচ্ছে এবারের মাধ্যমিক পরীক্ষা। চলবে আগামী ৪ মার্চ পর্যন্ত। মালদহ জেলা জুড়ে প্রস্তুতি সম্পন্ন। তবে প্রশ্নপত্র ফাঁস সহ নকল রুখতে এবছর বাড়তি পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ। জানা গিয়েছে, পরীক্ষা কেন্দ্রগুলিতে ইনভিজিলেটরের পাশাপাশি থাকবে ফ্লাইং গার্ড।যারা মূলত সন্দেহজনক পরীক্ষার্থীদের ওপর নজরদারি চালাবে। এবছর সুষ্ঠভাবে মাধ্যমিক পরীক্ষা শেষ করা মূল লক্ষ্য পর্ষদের। সেই লক্ষ্যে ইতিমধ্যে একাধিক নয়া পদক্ষেপ জারি হয়েছে।
বলা বাহুল্য, পরীক্ষা চলাকালে প্রশ্নপত্র যাতে কোনওভাবেই সোশ্যাল মাধ্যমে ছড়িয়ে পড়তে না পারে সেক্ষেত্রে কড়া পদক্ষেপ কর্তৃপক্ষ। এবছর পর্ষদের তরফে নির্দেশিকা জারি করে আগাম স্পষ্ট করা হয়েছে, কোনও পরীক্ষার্থী পরীক্ষা শেষের আগে পরীক্ষা কেন্দ্র থেকে বেরতে চাইলে প্রশ্নপত্র জমা রাখতে হবে তাকে। যদি কেউ প্রশ্নপত্র সহ পরীক্ষা কেন্দ্র থেকে বের হতে চায় সেক্ষেত্রে তাকে নির্দিষ্ট সময় অবধি পরীক্ষা কেন্দ্রেই থাকতে হবে।
এছাড়াও এবছর জারি হওয়া নয়া নির্দেশিকায় স্পষ্ট করা হয়েছে, কোনও পরীক্ষার্থীর অভিভাবক পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। পরীক্ষা কেন্দ্রে ঢুকলেই স্কুলের একটি ম্যাপ দেওয়া থাকবে সেই ম্যাপ দেখে কোন ঘরে তার রোল নাম্বার পড়েছে সেটা চিহ্ন দিয়ে নির্দেশ করা থাকবে চিহ্ন দেখে পরীক্ষার হলে ঢুকতে হবে। নির্বিঘ্নে মাধ্যমিক পরীক্ষা শেষ করার ক্ষেত্রে গোটা রাজ্যের পাশাপাশি প্রতিটি পরীক্ষা কেন্দ্রে থাকবে সিসি ক্যামেরার নজরদারি। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে থাকবে তিনটি করে সিসি ক্যামেরা। পরীক্ষা কেন্দ্রে প্রবেশের পথে কোনও পরীক্ষার্থীর ওপর সন্দেহ হলে তার তল্লাশি নেওয়া হবে পুলিশের উপস্থিতিতে।
জানা গিয়েছে, এবছর মালদহ জেলায় মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ৩৯ হাজার ২৩৪ জন। গত বছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৪ হাজার ৪৩৯জন। এর মধ্যে পুরুষ পরীক্ষার্থীর সংখ্যা ১৭৩৮২ মহিলা পরীক্ষার্থীর সংখ্যা ২২০৫৭। পরিসংখ্যান বলছে, গত বছরের তুলনায় এবছর পরীক্ষার্থীদের সংখ্যা প্রায় ১১ হাজার কম। সূত্রের খবর, কোভিড অতিমারির আবহে বহু পড়ুয়া পড়াশোনার পাট চুকিয়েছে। তার জেরেই কমেছে সংখ্যা।এছাড়াও আরও নানাবিধ কারণ রয়েছে পরীক্ষার্থীর সংখ্যা কমার পেছনে।
ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের মালদহ জেলার মাধ্যমিক পরীক্ষার আহ্বায়ক বিপ্লব গুপ্ত জানান , 'প্রস্তুতি প্রায় শেষ। পরীক্ষা কেন্দ্রগুলিতে কড়া নজর থাকবে। মালদহে মোট ১৩৩ টি কেন্দ্র রয়েছে।তারমধ্য ১৯টি সেন্টার রয়েছে। সব-কটি কেন্দ্রই সিসি ক্যামেরার নজরদারিতে থাকবে। সরাসরি যাতে আধিকারিকেরা পরীক্ষা কেন্দ্রের উপর নজরদারি করতে পারেন তাই মোবাইলে নির্দিষ্ট অ্যাপ ডাউনলোড করতে হবে। পরীক্ষা কেন্দ্রে এবার পর্যাপ্ত পরিমাণে পুলিশ মোতায়েন থাকবে।


No comments:
Post a Comment