Breaking

Tuesday, January 17, 2023

চেঙ্গাইলের ল্যাডলো জুট মিলে শান্ত হয়েছে শ্রমিকদের অসন্তোষ!

নিজস্ব প্রতিনিধি, হাওড়া, আমার কলম :- হটাৎ করেই কাজ বন্ধ হয়ে গিয়েছিল গ্রামীণ হাওড়ার উলুবেড়িয়ার চেঙ্গাইলের ল্যাডলো জুট মিলের। শ্রমিক অসন্তোষের কারণেই শনিবার রাত থেকেই চেঙ্গাইলের ল্যাডলো জুট মিলের কাজ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গিয়েছিল। 

এই মিলের শ্রমিকদের দাবি ছিল, মিল কর্তৃপক্ষ দিনের পর দিন চাপ বাড়াচ্ছে তাদের উপর। শ্রমিকরা আরও জানায়, এই মিলে শ্রমিক সংখ্যা ক্রমশই কমানো হচ্ছে। যার ফলে সমস্যার সম্মুখীন হচ্ছেন কর্মরত শ্রমিকরা। তাই শ্রমিকদের দাবি ছিল, এভাবে কাজ চালিয়ে যাওয়া আর সম্ভব নয় তাদের পক্ষে। আর তাই শ্রমিকরা মিলের উৎপাদন স্থগিত করে দেয়।

অন্যদিকে চেঙ্গাইলের ল্যাডলো জুট মিলের কর্তৃপক্ষের দাবি, মিলের শ্রমিকরা অকারনেই এই সিদ্ধান্ত নিয়েছে। অবশেষে সোমবার, এই সমস্যার সমাধান হয় ইউনিয়নের প্রতিনিধি, লেবার কমিশনার এবং মিল কর্তৃপক্ষের প্রতিনিধিদের উপস্থিতিতে।

হাওড়া জয়েন্ট লেবার কমিশনার শ্যামল কুমার রায় চৌধুরী, ল্যাডলো মিলের ম্যানেজমেন্ট প্রতিনিধি অতনু চক্রবর্তী, গনেশ চন্দ্র ব্যানার্জী এবং প্রকাশ মান্না। ট্রেড ইউনিয়ন -এর পক্ষে ছিলেন সেখ সারাউদ্দিন (সি.আই.টি.ইউ), প্রকাশ পান্ডে (টি.ইউ.সি.সি), মইদুল ইসলাম, নবনিত গড়ে (আই.এন.টি.ইউ.সি.), মুক্তার হালদা (জে.ডাব্লিউ.এফ.), কালাম মল্লিক (আর.সি.এম.ইউ.), প্রবীর সিংহ রায় এবং সেখ আব্বাস (আই.এন.টি.টি.ইউ.সি.) ও শিব জি (জে.টি.ডাব্লিউ.এফ.)।

এই বৈঠকে সিদ্ধান্ত হয় যে, ববিন এবং স্প্রিনিং বিভাগে শ্রমিক বিন্যাস বিগত সময়ের ন্যায় করা চলিবে না। শ্রমিক বিন্যাস বিগত সময়ের অর্থাৎ ১২/০১/২০২৩ তারিখের ন্যায়ে চলিবে। এছাড়াও অন্যান্য বকেয়া দাবী দাওয়া, অতি সত্তর ম্যানেজমেন্টের সহিত আলোচনা করে ইউনিয়নের প্রতিনিধিগন সমস্যার সমাধান করবে। যে সমস্ত দাবীগুলি হবে না, সেগুলি জয়েন্ট লেবার কমিশনের কাছে অবগত করে সমস্যার সমাধান ও পথ তৈরী করা হবে।

No comments:

Post a Comment

Adbox