ডেস্ক রিপোর্ট, উলুবেড়িয়া, আমার কলম :- ১৬ ই জানুয়ারী, সোমবার থেকে গ্রামীণ হাওড়ার উলুবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতে সূচনা হল 'দিদির সুরক্ষা কবচ' কর্মসূচির। এদিন বাসুদেবপুর অঞ্চলে অবস্থিত বাসুদেবপুর কালী মন্দিরে পুজো দিয়ে বাসুদেবপুর অঞ্চলে 'দিদির সুরক্ষা কবচ' কর্মসূচির সূচনা করেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা।
এদিন বাসুদেবপুর অঞ্চলে 'দিদির সুরক্ষা কবচ' কর্মসূচিতে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নির্মল মাজি। উপস্থিত ছিলেন বাসুদেবপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মিলন মাইতি। উপস্থিত ছিলেন বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান গোপাল কোলে। উপস্থিত ছিলেন বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতের অন্যান্য সদস্যরা এবং তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকরা।
এদিন বাসুদেবপুর কালী মন্দিরে পুজো দেওয়ার পর দিদির দূত হিসেবে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা পৌঁছান স্থানীয় বাসুদেবপুর বোর্ড ১ নং প্রাথমিক বিদ্যালয়ে। তারপর তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা যান বাসুদেবপুর সুস্বাস্থ্য কেন্দ্রে। তারপর বাড়ি বাড়ি গিয়ে কথা বলেন স্থানীয় বাসিন্দাদের সাথে। শোনেন তাদের অভাব অভিযোগের কথা। বাড়ি বাড়ি গিয়ে পরিবারের সদস্যদের কাছে জানেন বিভন্ন সরকারি প্রকল্পের সুবিধা তারা পাচ্ছেন কি না। সারাদিন ধরে বাড়ি বাড়ি যাবার পরে বিকাল ৩ টার সময় তৃণমূল কংগ্রেসের নেতৃত্বেরা পৌঁছান বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতের পরিদর্শনে। এরপর একটি জনসভাও করেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা।
উলুবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ডা: নির্মল মাজি বলেন, গোটা দেশে একটাই মহিলা মুখ্যমন্ত্রী। তাকে কালিমা লিপ্ত করার জন্য উঠে পড়ে লেগেছে বিরোধীরা। দিদি এতো প্রকল্প চালু করেছে অন্য কোনো রাজ্য তা করেনি। বিজেপি শুধু সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে ব্যাস্ত। সিপিএম ও কংগ্রেস দলটাকেই শুন্য করে দিয়েছে মানুষ। মানুষ আরো বেশি বেশি করে তৃণমূল দলটাকে ভালোবাসবে। কারণ ২০১১ সালে যত আসন পেয়েছিলাম, ২০১৬ তে তার থেকে বেশি পেয়েছি, ২০২১ নির্বাচনে আরো বেশি আসন পেয়েছি। শুধু দিদির এই প্রকল্প গুলির সুবিধা পেয়ে মানুষ আশীর্বাদ করছেন।
বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান গোপাল কোলে বলেন, মানুষের চাহিদা আছে, মানুষের সমস্যার কথা তারা বলতে পারছেন। কারণ পঞ্চায়েতে এসে যেটা অসুবিধা হয় বলতে মানুষের সেটা বাড়ি বাড়ি গিয়ে শুনতে পাচ্ছি। এখানে যেটা সমস্যা সেটা হোলো আবাস যোজনা ও শৌচালয় নিয়ে। কারণ ২০১৮ সালে আমার পঞ্চায়েত লিস্ট তৈরি হয় ৯ টা সংসদ বাদ পড়ে গিয়েছিলো। ছবি তোলা হয়নি, লিঙ্ক করা হয়নি সেই কারণে। এখন চিঠি করে সর্বত্র দেওয়া হয়েছে আসা করি সমাধান হয়ে যাবে।


No comments:
Post a Comment