নিজস্ব প্রতিনিধি, হাওড়া, আমার কলম :- ১৪ ই জানুয়ারী, শনিবার, থেকে গ্রামীণ হাওড়ার উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের অন্তর্গত 'খলিশানী অঞ্চলে' সূচনা হলো ''দিদির সুরক্ষা কবচ'' কর্মসূচির। এদিন খলিশানী গ্রাম পঞ্চায়েতে অবস্থিত শ্রী শ্রী মা দক্ষিণা কালী মন্দিরে বুড়িমার কাছে পুজো দিয়ে খলিশানী অঞ্চলে ''দিদির সুরক্ষা কবচ'' কর্মসূচির সূচনা করেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা।
এদিন খলিশানী অঞ্চলে ''দিদির সুরক্ষা কবচ'' কর্মসূচিতে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের বিধায়ক বিদেশ রঞ্জন বসু। উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় কুমার দাস। উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার ভাইস-চেয়ারম্যান শেখ ইনামুর রহমান। উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা উলুবেড়িয়া পৌরসভার জল দপ্তরের চেয়ারম্যান শেখ আকবর। উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পূর্ব কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি চন্দন চক্রবর্তী।
উপস্থিত ছিলেন খলিশানী অঞ্চল তৃণমূল কংগ্রেসের কনভেনর গৌর মণ্ডল, কনভেনর গণেশ মণ্ডল। উপস্থিত ছিলেন খলিশানী গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান বর্ণালী দেড়ে। উপস্থিত ছিলেন খলিশানী অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শেখ আসিফ রহমান। উপস্থিত ছিলেন চন্দনা মণ্ডল সহ এই অঞ্চলের তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকরা।
এদিন খলিশানীর বুড়িমার কাছে পুজো দেওয়ার পর দিদির দূত হিসেবে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা পৌঁছান স্থানীয় খলিশানী জাতীয় বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়ে। সেখানে তৃণমূল নেতৃত্বরা প্রধান শিক্ষক এর সহিত দেখা করেন এবং বিদ্যালয়ের উন্নতির জন্য আরও কি কি প্রয়োজন সে ব্যাপারে জানেন। পাশাপাশি দিদির দূতেরা দেখা করেন ছাত্র ছাত্রীদের সাথেও।
তারপর তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা খলিশানী অঞ্চলের বাড়ি বাড়ি গিয়ে কথা বলেন স্থানীয় বাসিন্দাদের সাথে। শোনেন তাদের অভাব অভিযোগের কথা। দিদির দুতেরা বাড়ি বাড়ি গিয়ে জানেন বিভন্ন সরকারি প্রকল্পের সুবিধা তারা পাচ্ছেন কি না। এরপর তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা 'অঞ্চলে একদিনে নেতৃবৃন্দের কর্মসূচি'-র অঙ্গ হিসাবে খলিশানী গ্রাম পঞ্চায়েতে যান। কথা বলেন পঞ্চায়েতের কর্মকর্তাদের সাথে। তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা স্থানীয় ক্ষুদেদের সাথে খেলার মাধ্যমে কিছুটা সময় কাটান। পাশাপাশি এই অঞ্চলে একটি জনসভাও অনুষ্ঠিত হয়।
এদিন উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের বিধায়ক বিদেশ রঞ্জন বসু বলেন, আমরা মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া প্রকল্প গুলি মানুষ ঠিক ভাবে পাচ্ছেন কিনা, পরিবারের সদস্যদের সাথে কথা বলে জানলাম ওনারা দিদির সমস্ত প্রকল্প গুলির সুবিধা পাচ্ছেন। আজকেই প্রথম স্কুলে ছাত্র - ছাত্রীদের মিড ডে মিলের সাথে ফল দেওয়ার ব্যবস্থা করেছেন। আমাদের হাত দিয়ে ফল গুলি ছাত্র-ছাত্রীদের হাতে তুলে দিতে বলেন প্রধান শিক্ষক। ছাত্র -ছাত্রীরাও খুব খুশী হয়। আর একটাই বার্তা থাকবে, খালিশানী গ্রাম পঞ্চায়েতের সমস্ত গ্রামবাসীর কাছে, যে ভাবে দিদির পাশে সবাই আছেন, আগামী দিনেও সেই ভাবেই থাকবেন।
এদিন উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় কুমার দাস বলেন, আমরা এই গ্রাম পঞ্চায়েত বিরোধী দলের কাছ থেকে উদ্ধার করবোই। বিরোধী দলের পঞ্চায়েত হওয়ার জন্য এখানে সেভাবে দিদির দেওয়া প্রকল্প গুলি থেকে কিছু পরিবার বঞ্চিত হয়েছে। আগামী পঞ্চায়েতে খালিশানী অঞ্চল সবুজে সবুজ হবেই।
এদিন উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ আকবার বলেন, আমরা সারা বছর মানুষের পাশে থাকি। তাই মানুষ আমাদের ভোট দিয়ে পঞ্চায়েত উপহার দেবেন এই বিশ্বাস আমাদের আছে।
এদিন স্থানীয় বাসিন্দারা জানান, তারা দিদির দেওয়া প্রকল্প গুলি পাচ্ছেন। তার মধ্যেও কিছু কিছু মানুষ কিছু প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছেন বলে জানান, কারণ এই পঞ্চায়েতটা বিরোধী রাজনৈতিক দলের দখলে রয়েছে।
No comments:
Post a Comment