ডেস্ক রিপোর্ট, হাওড়া, আমার কলম :- কাজ বন্ধ হয়ে গিয়েছে গ্রামীণ হাওড়ার উলুবেড়িয়ার চেঙ্গাইলের ল্যাডলো জুট মিলের! শ্রমিক অসন্তোষই কি এর প্রধান কারণ? স্থানীয় সূত্রের খবর অনুযায়ী, চেঙ্গাইলের ল্যাডলো জুট মিলের কাজ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গিয়েছে শনিবার রাত থেকেই।
এই মিলের শ্রমিকদের দাবি, তাদের উপর মিল কর্তৃপক্ষ দিনের পর দিন চাপ বাড়াচ্ছে। শ্রমিকরা আরও জানায়, এই মিলে ক্রমশই শ্রমিক সংখ্যা কমানো হচ্ছে। যার জেরে শ্রমিকরা সমস্যার সম্মুখীন হচ্ছেন। তাই শ্রমিকদের দাবি, আর সম্ভব নয় এভাবে কাজ চালিয়ে যাওয়া।
অন্যদিকে চেঙ্গাইলের ল্যাডলো জুট মিলের কর্তৃপক্ষের দাবি, এই সিদ্ধান্ত অকারনেই নিয়েছে মিলের শ্রমিকরা। শ্রমিকদের দাবি অনুযায়ী এই মিলকে পূর্বাবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা চালানো হচ্ছে। কিন্তু শ্রমিকদের ভুল বোঝানো হচ্ছে। আলোচনা করছেনা শ্রমিকরা। শ্রমিকরা যদি কাজে যোগ না দেয়, তাহলে মিল বন্ধ করে দিতে হবে।
No comments:
Post a Comment